Advertisement
Advertisement

আমি এখন অচল পয়সা: মদন মিত্র

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারদা-কাণ্ডের ঢেউ কবে যেন জনতার মন থেকে ফিকে হয়ে গিয়েছে৷ সমস্ত বিরোধিতা ও অভিযোগ সত্ত্বেও মানুষ দ্বিতীয়বার বিপুল ভোটে জয়ী করেছে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে৷ শুধু দলের এই সুদিনে তিনি নেই৷ আইনি গেরো তাঁর ফেরার পথ আটকে রেখেছে৷ বিধায়ক পদ থেকে মন্ত্রীত্ব সবই গিয়েছে৷ একদা দো্র্দণ্ডপ্রতাপ নেতার প্রতাপ বলতে আজ আর কিছুই […]

Madan Mitra Comments on Syndicate issue
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 25, 2016 6:41 pm
  • Updated:July 25, 2016 6:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারদা-কাণ্ডের ঢেউ কবে যেন জনতার মন থেকে ফিকে হয়ে গিয়েছে৷ সমস্ত বিরোধিতা ও অভিযোগ সত্ত্বেও মানুষ দ্বিতীয়বার বিপুল ভোটে জয়ী করেছে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে৷ শুধু দলের এই সুদিনে তিনি নেই৷ আইনি গেরো তাঁর ফেরার পথ আটকে রেখেছে৷ বিধায়ক পদ থেকে মন্ত্রীত্ব সবই গিয়েছে৷ একদা দো্র্দণ্ডপ্রতাপ নেতার প্রতাপ বলতে আজ আর কিছুই অবশিষ্ট নেই প্রায়৷ তবু প্রভাবশালীর তকমাটুকু লেগেই আছে৷ আর তাই সিবিআইয়ের রক্তচক্ষু কিছুতেই তাঁর পিছু ছাড়ছে না৷ ফলত কিছু না থেকেও তিনি আইনের চোখে প্রভাবশালী ও বন্দি৷ নিজেকে তাই এখন অচল পয়সাই বলছেন মদন মিত্র৷

সারদা কাণ্ডে অভিযুক্ত প্রাক্তন পরিবহণ মন্ত্রীকে এদিন আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়৷ এরপরই নিজের অবস্থার কথা বলতে গিয়ে এই বিশেষণ প্রয়োগ করেন মদনবাবু৷ দ্বিতীয় ইনিংসে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর তৃণূলের সদস্যরা যখন জমিয়ে ব্যাট করছেন, তখন তিনি একেবারেই ব্রাত্য৷ একদা তাবড় এই নেতার নাম পর্যন্ত মুখে আনেন না কেউ৷ দল ও দলনেত্রীর প্রতি তিনি যতই আনুগত্য দেখান না কেন, অভিযুক্ত প্রাক্তন মন্ত্রীকে যে দল একরকম সরিয়েই রেখেছে তা বুঝে নিতে অসুবিধা হয় না৷ একদা তাঁকে জোরদার সমর্থন করেছিলেন  স্বয়ং নেত্রী৷ জোরগলায় প্রশ্ন তুলেছিলেন, মদন চোর? কিন্তু গেছে যে দিন তা যেন একেবারেই গিয়েছে৷  মদনকে সমর্থন যে প্রকারন্তরে সারদা কাণ্ডে সমর্থন হয়ে ভোটের হাওয়া ঘুরিয়ে দিতে পারত, তা দক্ষ নেত্রীর বুঝতে অসুবিধা হয়নি৷ ফলত সে পথ থেকে তিনি সরে আসেন৷এদিকে প্রত্যাশিত অঙ্কেই আসে বিপুল জয়৷ দ্বিতীয় পর্যায়ে প্রশাসক হিসেবে নিজেকে আরও মেলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর এ সবকিছু মধ্যে যেন ফিকেই হয়ে গিয়েছেন মদন মিত্র৷ দল যখন বিজয় দিবস সেলিব্রেশন করছে, তখন শুধুমাত্র কবীর সুমন ব্যতীত আর কারও মুখে তাঁর নাম শোনা যায়নি৷ এহেন অবস্থায় নিজেকে অচল পয়সার বেশি আর কিছু ভাবতে পারছেন না তিনি৷

Advertisement

তবে এই অবস্থাতেও দলের খবরাখবর রাখেন বিলক্ষণ৷ নেত্রী যে সিন্ডিকেট ইস্যুতে ‘জিরো টলারেন্স’ নিয়েছেন তা জানেন৷ আর তাঁর বিশ্বাস, কড়া হাতেই তোলাবাজি দমন করবেন মুখ্যমন্ত্রী৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement