Advertisement
Advertisement

ডাক্তারের ফার্ম হাউসে মাটি খুঁড়ে উদ্ধার বহু কঙ্কাল

নিঠারি-কাণ্ডের ছায়া এবারে মহারাষ্ট্রের সাতারায়৷

Maharashtra's 'Dr Death' Allegedly Killed 6
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 16, 2016 1:18 pm
  • Updated:August 16, 2016 1:18 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিঠারি-কাণ্ডের ছায়া এবারে মহারাষ্ট্রের সাতারায়৷ অভিযুক্ত ৪১ বছরের চিকিৎসক সন্তোষ পাল৷ যার ফার্ম হাউসের পাশে মাটি খুঁড়ে চারটি কঙ্কাল উদ্ধার করল মহারাষ্ট্র পুলিশ৷ পুলিশ সুত্রের খবর, কমপক্ষে ছয় জনকে খুন করার কথা স্বীকার করে নিয়েছে অভিযুক্ত চিকিৎসক৷

কেঁচো খুঁজতে এই কেউটের সন্ধান পুলিশ পায় আগস্ট মাসের প্রথম দিকে৷ যখন ৪৯ বছরের বাসিন্দা মঙ্গল জেধের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করা হয়৷ পুনেতে নিজের মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন মঙ্গল৷ মাঝপথে নিখোঁজ হয়ে যান৷ মঙ্গলের মোবাইল ট্র্যাক করেই সন্তোষ পালের ফার্ম হাউসের হদিশ পায় পুলিশ৷ আগস্ট মাসের ১১ তারিখ তাকে গ্রেফতার করা হয়৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেরার মুখে ছয় জনকে খুনের কথা স্বীকার করেছে সন্তোষ৷ মঙ্গল জেধেকেও খুন করার কথা স্বীকার করেছে সে৷

Advertisement

সন্তোষ পালের সহকারী নার্স জ্যোতি মান্দ্রেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, জেধেকে অপহরণ করে অতিরিক্ত ওষুধ দিয়ে তাঁকে হত্যা করে সন্তোষ৷ ২০০৩ সাল থেকে নাকি এই কাজ করছে সে৷ জেধে ছাড়াও এর আগে চার মহিলা ও এক ব্যক্তিকে এভাবে হত্যা করেছে৷ এই কাজে তাকে সঙ্গ দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে জ্যোতিকেও৷তবে কেন এভাবে একের পর এক মানুষ খুন করেছে সন্তোষ, সে ব্যাপারে এখনও কিছু জানাতে পারেনি পুলিশ৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ