Advertisement
Advertisement

Breaking News

ঝাড়খণ্ডে অবস্থান ঘূর্ণাবর্তের, রাজ্যে ফের বৃষ্টির সম্ভাবনা

তাপমাত্রা কি কমবে?

Met predicts rain in West Bengal
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 28, 2018 6:12 pm
  • Updated:July 17, 2019 2:26 pm

রিঙ্কি দাস ভট্টাচার্য: ফের ঘনীভূত হয়েছে মেঘ। রাজ্যের আকাশে বজ্রগর্ভ মেঘ সৃষ্টির পথ হয়েছে সুগম। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন ঝাড়খণ্ডের আকাশে ঘূর্নাবর্তের জন্ম হয়েছে। যা উত্তর বিহার থেকে যাত্রা শুরু করে অসম হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত হয়েছে। আর তার ফলেই ফের রাজ্যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বুধবার এমনটাই জানান হল আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে।

[শতবর্ষ পেরিয়েও নিরোগ! জীবনে হাসপাতালের মুখ দেখেননি শিলিগুড়ির ভীম রায়]

Advertisement

গত রবিবারের সন্ধ্যায় বৃষ্টি আছড়ে পড়েছিল কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায়। একাধিক রাজ্যেও বৃষ্টি হয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া। প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বয়েছে রাজ্যের একাধিক জায়গায়। কিন্তু সোমবার থেকেই ফের চড়া রোদের জ্বালায় ভুগছে শহরবাসী। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি) এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি। গরমে ওষ্ঠাগত প্রাণ বলাই চলে। তবে হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, এই গরম খুব বেশি সময় স্থায়ী হবে না। কারণ একদিকে ঘূর্ণাবর্ত, অন্যদিকে রাজ্যের বাড়তে থাকা তাপমাত্রা। এই দুইয়ের মেলবন্ধনেই বৃষ্টির দেখা পাবেন বঙ্গবাসী।

Advertisement

[অধ্যাপকের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগে উত্তাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, দেখুন ভিডিও]

হাওয়া অফিসের কর্তাদের অনুমান, বৃহস্পতিবার রাজ্যের বেশ কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে দার্জিলিং-সহ উত্তরবঙ্গের পাঁচটি জেলায়। যদি তা নাও হয় তাহলে শুক্রবার গোটা বঙ্গে বৃষ্টির সম্ভাবনা প্রবল। কেবল বৃষ্টিই হবে না সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। রবিবারের মতোই ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে জানা গিয়েছে। এ বৃষ্টি হয়তো বেশিক্ষণ স্থায়ী হবে না। কয়েক পশলা হয়েই ক্ষান্ত হবে। তবে বৃষ্টির প্রভাবে রাজ্যের তাপমাত্রা অনেকটাই কমবে। কিছুক্ষণের জন্য হলেও গরম থেকে রেহাই পাবেন শহরবাসী তথা রাজ্যবাসী।

[৭ বছরের উন্নয়ন আর মুখ্যমন্ত্রীর স্লোগান নিয়ে পঞ্চায়েতে লড়াই তৃণমূলের]

ছবি- আশুতোষ পাত্র

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ