Advertisement
Advertisement

Breaking News

বিমানবন্দরে মণিপুরি যুবতীকে হেনস্তা, হস্তক্ষেপ সুষমার

এই অমানবিক আচরণের শেষ কোথায়?

Monika Khangembam, an activist from Manipur, was allegedly asked by an immigration officer at Delhi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 11, 2016 6:44 pm
  • Updated:July 11, 2016 6:44 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মণিপুরের আফস্পা বিরোধী আন্দোলনের পরিচিত মুখ মণিকা খানগেমবাম দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে জাতিবিদ্বেষের শিকার হয়েছেন বলে অভিযোগ৷ তিনি ‘ভারতীয়’ কি না, জানতে চেয়ে অভিবাসন দফতরের এক কর্মী তাঁকে হেনস্তা করেন৷ অভিযোগ, মণিকা খানগেমবাম দেশের সবকটি রাজ্যের নাম বলতে পারবেন কি না-সহ একগুচ্ছ অবাঞ্চিত প্রশ্নের সম্মুখীন হন৷ সিওলগামী বিমান ধরার তাড়াহুড়ো থাকা সত্ত্বেও তাঁকে জাতিবিদ্বেষের জন্য অকারণে দেরি করানো হয় বলেও অভিযোগ৷

এরপরেই ক্রুদ্ধ মণিকা খানগেমবাম তাঁর ফেসবুক প্রোফাইলে একটি দীর্ঘ পোস্ট করেন৷ কিছুক্ষণের মধ্যেই তাঁর পোস্টটি ভাইরাল হয়ে ওঠে৷ মণিকার ঘটনার কথা জানতে পেরে পাল্টা টুইট করেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ সুষমা লিখেছেন, “অভিবাসন দফতর আমার হাতে না থাকলেও আমি স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে কথা বলব৷ বিমানবন্দরে অভিযুক্ত কর্মীর দোষ প্রমাণিত হলে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে৷” উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে টুইটে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিরেন রিজিজুও৷

Advertisement

মণিকা খানগেমবাম তাঁর ফেসবুক পোস্টে জানিয়েছেন, শনিবার সিওল যাবেন বলে দিল্লি থেকে বিমানে চাপতে যাচ্ছিলেন তিনি৷ অভিবাসন দফতরের কর্তব্যরত কর্মীকে পাসপোর্ট দেখালে ওই কর্মী তাঁর বিরুদ্ধে জাতিবিদ্বেষমূলক মন্তব্য করেন বলে দাবি করেছেন মণিকা৷ তাঁর কাছে জানতে চাওয়া হয়, তিনি সত্যি ভারতীয় কি না! মণিপুরের আশেপাশে কোন কোন রাজ্য আছে, তাও জানতে চাওয়া হয়৷ অভিযুক্ত কর্মীর পাশে বসে থাকা আরেক মহিলা কর্মীও হেসে প্রচ্ছন্ন মদত যোগাচ্ছিলেন বলেও অভিযোগ করেছেন মণিকা৷ তাঁর দাবি, দেশের উত্তর-পূর্বের বাসিন্দাদের প্রতি সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টানো দরকার৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ