Advertisement
Advertisement

Breaking News

আমার কাছে সবার আগে দেশ: মুকেশ আম্বানি

দ্বিধাহীন তিনি জানিয়ে দিলেন, শিল্প সাহিত্য নয় তাঁর কাছে সবার আগে দেশ৷

Mukesh Ambani Supports Ban on Pak Artistes
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 18, 2016 8:33 pm
  • Updated:October 18, 2016 8:33 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ছবিতে পাক-অভিনেতাদের কাজ করার নিয়ে যে নিষেধাজ্ঞা আরোপ হযেছে সে প্রসঙ্গেই সরব হলেন শিল্পপতি মুকেশ আম্বানি৷ দ্বিধাহীনভাবে তিনি জানিয়ে দিলেন, শিল্প সাহিত্য নয় তাঁর কাছে সবার আগে দেশ৷

উরি হামলার পরই দেশের বিভিন্ন সংগঠন এ দেশে পাক শিল্পীদের কাজ করা নিয়ে প্রতিবাদে সরব হয়েছিল৷ দেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিকও সোশ্যাল মিডিয়ায় তাঁদের মত জাহির করেছিলেন৷ পাকিস্তানকে জবাব দিতে দেশে শিল্পীদের কাজ করার বিপক্ষেই মত প্রকাশ করেন মানুষ৷ এরপরই প্রযোজকদের সংস্থা ‘ইমপা’ দেশে পাক শিল্পীদের কাজের উপর নিষেধাজ্ঞা জারি করে৷ একই ইস্যুতে কড়া পদক্ষেপ নেয় হল মালিকরাও৷ ছবিতে পাক অভিনেতা-অভিনেত্রী থাকলে সে সিনেমা প্রদর্শন না করার সিদ্ধান্ত নেন তাঁরা৷ ফলে ঘোর মুশকিলে পড়ে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর মতো ছবি৷ মহারাষ্ট্র, কর্নাটক-সহ মোট চারটি রাজ্যে ছবিটি দেখানোর উপর নিষেধাজ্ঞা জারি হয়৷ পরিস্থিতি সামলাতে মুম্বই পুলিশের দ্বারস্থ হয় ছবির প্রযোজক সংস্থা৷ পুলিশ আশ্বাস দেয়, হলে যাতে নিরাপদে ছবি দেখানো হয় তার জন্য নিরাপত্তার ব্যবস্থা করা হবে৷ এরপরই ক্ষুব্ধ হয়ে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রতিবাদ জানায়৷

Advertisement

এই প্রেক্ষিতেই মন্তব্য করতে গিয়ে মুকেশ আম্বানি জানান, “আমি বুদ্ধিজীবী নই৷ তাই এই বিষয়ের জটিলতা আমি বুঝি না৷ তবে বাকি সব নাগরিকের মতো আমার কাছে সবার আগে দেশ৷” প্রকারন্তরে দেশের সংখ্যাগরিষ্ঠের মতোই পাক শিল্পীদের এ দেশে কাজ না করার পক্ষেই যে তিনি সহমত তা জানিয়ে দিলেন দেশের অন্যতম প্রভাবশালী শিল্পপতি৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ