Advertisement
Advertisement

দেশে ফিরতেই আটক নারদ কর্তা, পরে মুক্তি

কলকাতা পুলিশ হাই কোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশের ভিত্তিতে ম্যাথুকে ছেড়ে দিতে বলে৷

Narada CEO detained at delhi Airport
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 7, 2016 9:18 am
  • Updated:August 5, 2019 3:18 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুবাই থেকে দেশে ফিরতেই আটক হলেন নারদ-কর্তা ম্যাথু স্যামুয়েল৷ অবশ্য কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হয়৷ শনিবার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসন দফতর ম্যাথুকে আটক করে৷ তাঁকে কলকাতা পুলিশের জারি করা লুক-আউট নোটিস দেখানো হয়৷ পরে তাঁকে দিল্লি পুলিশের হাত তুলে দেওয়া হয়৷ রাখা হয় আইজিআই থানায়৷ দিল্লি পুলিশ যোগাযোগ করে কলকাতা পুলিশের সঙ্গে৷ কলকাতা পুলিশ হাই কোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশের ভিত্তিতে ম্যাথুকে ছেড়ে দিতে বলে৷

তার আগে কলকাতা পুলিশের জয়েণ্ট কমিশনার (ক্রাইম) বিশাল গর্গ বলেন, তাঁরা এই আটকের বিষয়ে কিছুই জানেন না৷ রাতেই আইজিআই ডিসিপি দীনেশকুমার গুপ্তা কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে তাঁর আটকের খবর জানান৷ অবশ্য আটকের খবর পেয়েই লালবাজারে যান ম্যাথুর আইনজীবী শামিম আহমেদ৷ তাঁর আর এক আইনজীবী অরুণাভ ঘোষ বলেন, কলকাতা পুলিশের তদন্তে আদালত অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়ার পরও তাঁকে আটকের ঘটনা আদালত অবমাননার শামিল৷

Advertisement

রাজ্য সরকারের নির্দেশে নারদা-স্টিং অপারেশন নিয়ে তদন্ত শুরু করেছিল কলকাতা পুলিশ৷ তবে শুক্রবারই কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর ও বিচারপতি অরিজিত্‍ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ সেই তদন্তে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করে বলে, আপাতত লালবাজার এই ব্যাপারে তদন্ত চালাতে পারবে না৷ তার আগে ম্যাথুর হলফনামায় দাবি করা হয়েছিল, হাই কোর্টে বিষয়টি বিচারাধীন থাকা অবস্হায় কলকাতা পুলিশ সমান্তরাল তদন্ত করতে পারে না৷

Advertisement

যাই হোক, লালবাজার তদন্ত হাতে নেওয়ার পর ম্যাথুকে দেশে ফেরানোর জন্য এবং তদন্তের মুখে বসানোর জন্য চেষ্টা চালাতে থাকে৷ সেহেতু ম্যাথুর নামে লুক-আউট নোটিস জারি করা হয়৷ শনিবার সেই লুক-আউট নোটিস দেখিয়েই আইজিআই বিমানবন্দরে অভিবাসন দফতর ম্যাথুকে আটক করে৷

ম্যাথু বলেন, সব কিছুই হাই কোর্ট দেখছে৷ পরবর্তী শুনানি চলতি মাসের ১৯ তারিখ৷ সবই তাঁদের জানিয়েছি৷ দেখা যাক কী হয়৷

একটি সূত্র থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে, আদালতের নির্দেশের কপি কলকাতা পুলিশ হাতে না পাওয়ার কারণে, লুক-আউট নোটিস বাতিল বা সেই সংক্রান্ত প্রয়োজনীয় কাজকর্ম সম্পূর্ণ করতে পারেনি৷ সেই কারণেই ম্যাথুকে অভিবাসন দফতর আটক করে৷ পরে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে তাঁকে ছেড়ে দেওয়া হয়৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ