Advertisement
Advertisement

ফ্রান্সে হামলার দায় স্বীকার করল আইএস

আশঙ্কাই সত্যি হল...

Nice terror attack: Isil claims responsibility for Bastille day attack that killed 84 people
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 16, 2016 3:09 pm
  • Updated:July 16, 2016 3:09 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্রান্সের নিসে ৮৪ জনকে হত্যার দায় স্বীকার করল ইসলামিক স্টেট জঙ্গি সংগঠন৷ ঘাতক ট্রাকচালক মহম্মদ লাহোয়েজ বোহেল দায়েশ জঙ্গি বলে দাবি করেছে আইএস৷ নাশকতার ভয়ে ফ্রান্স ছেড়ে চলে যাচ্ছেন বহু বিদেশি পর্যটক৷

নিস-এর রাস্তায় এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে লাশ, ধবংসস্তূপ৷ রক্তের দাগ এখনও রাস্তা থেকে এখনও মোছা সম্ভব হয়নি৷ যেভাবে বাস্তিল দিবসকে রক্তাক্ত করেছিল জঙ্গি নাশকতা সেই আতঙ্ক এখন গোটা ছবির দেশজুড়েই৷ নাশকতার ২৪ ঘণ্টা কেটে গেলেও আতঙ্ক এখনও কাটেনি৷ ঐতিহাসিক বাস্তিল দিবসে স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের দেশ ফ্রান্সে সন্ত্রাসী হামলা চালায় দায়েশ৷ আগামি দিনে বিশ্বের বিভিন্ন প্রান্তে এরকম বহু হামলা চালানো হবে বলে হুমকিও দিয়েছে তারা৷ পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় ফরাসি-তিউনিসিয়ান বংশোদ্ভূত ৩১ বছরের জঙ্গি মহম্মদ লাহোয়েজ বোহেলের৷ সে নিস-এর বাসিন্দা বলে জানা গিয়েছে৷ তার সঙ্গে ইসলামিক স্টেটের যোগসূত্র জানতে তদন্ত চলছে৷ ট্রাকটিতে ছিল প্রচুর গ্রেনেড, পিস্তল, কার্তুজ, কালাশনিকভ রাইফেল৷

Advertisement

বৃহস্পতিবার রাত এগারোটা৷ দক্ষিণ ফ্রান্সের বিশ্ববিখ্যাত নিস শহরে চলছিল বাস্তিল দিবস সেলিব্রেশন৷ আতসবাজির ঝরনায় উজ্জ্বল ভূমধ্যসাগরের তীরে প্রোমনে দে অ্যাঙ্গলিসের রাস্তা৷ মন্ত্রমুগ্ধের মতো বাজি পোড়ানো দেখছিলেন হাজার হাজার ফরাসি জনতা৷ নানা জায়গায় বাজছিল সুরেলা জাতীয় সঙ্গীত৷ আতসবাজির প্রদর্শনী শেষ হলেই অ্যালিয়ান্স রিভিয়েরায় শুরু হওয়ার কথা রিহানার কনসার্ট৷ স্বাধীনতা দিবসে তাই তুমুল উন্মাদনা ছিল নিস শহরজুড়ে৷ এর মধ্যেই যমদূতের মতো ধেয়ে এল একটি বিশাল ট্রাক৷ ট্রাক থেকে দর্শকদের দিকে ঝাঁকে ঝাঁকে গুলি ছুটে এল৷ ট্রাকচালক দর্শকদের পিষে দিয়ে দেহগুলি হেঁচড়ে নিয়ে গেল আরও আগে৷ সমুদ্রের গর্জন ছাপিয়ে তখন চারপাশে শুধু আতঙ্কিতদের চিৎকার৷ অনেক দর্শক প্রাণ বাঁচতে সমুদ্রে ঝাঁপ দেন৷ কিছুক্ষণের মধ্যেই গুলি করে দু’ কিলোমিটর দূরে সাদা কন্টেনার বোঝাই প্রায় ২৫ টন ওজনের ট্রাকটি থামায় ফরাসি পুলিশ৷ বাধা পেয়ে ট্রাক থেকে নেমে পুলিশকে এলোপাথাড়ি গুলি করে চালকের আসনে বসে থাকা হামলাকারী জঙ্গি৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement