Advertisement
Advertisement

২১ জুলাইয়ের নামে চাঁদা নয়, হুঁশিয়ারি তৃণমূল নেতৃত্বের

২১ জুলাইয়ের সভার নাম করে দলে কোনও চাঁদা তোলা যাবে না বলে কড়া হুঁশিয়ারি দিল তৃণমূল৷

No donation should be taken for the sake of 21 July
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 12, 2016 9:04 am
  • Updated:July 20, 2022 6:11 pm

স্টাফ রিপোর্টার: ২১ জুলাইয়ের সভার নাম করে দলে কোনও চাঁদা তোলা যাবে না বলে কড়া হুঁশিয়ারি দিল তৃণমূল৷ একইসঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, তৃণমূলনেত্রীর মুখ ছাড়া এই সমাবেশের প্রচারের ব্যানার-পোস্টারে অতি উৎসাহ নিয়ে কোথাও অন্য কোনও নেতা-নেত্রীর মুখ ব্যবহার করা যাবে না৷ সোমবার দলের যুব সংগঠনের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই সমাবেশের প্রস্তুতি পর্বের বৈঠক করেন সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায় এবং অন্যান্য সিনিয়র নেতারা৷ সেখানেই দলের সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়৷ পরে অভিষেক বলেন, “চাঁদা নিয়ে কড়া বার্তা আগেই তৃণমূলনেত্রী দিয়ে রেখেছিলেন৷ নেত্রীর নির্দেশ দলের সমস্ত নেতা-কর্মীকে জানানো হয়েছে৷”
অভিষেক জানিয়েছেন, দলে এই মুহূর্তে অসংখ্য নতুন মুখ৷ তাঁদের দলের শৃঙ্খলা-সহ একাধিক ইস্যুতে প্রশিক্ষণ দেওয়ার বিষয় ছিল৷ দলের লাইন তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে৷ শুধু চাঁদা নিয়ে নিষেধাজ্ঞা নয়, এই কর্মসূচির প্রচারে রাজ্যজুড়ে যে প্রস্তুতি নেওয়া হবে, সেখানে যাতে জেলা নেতৃত্বের সঙ্গে কোনওভাবে নীতির সংঘাত না হয়, সে বিষয়েও কড়া নির্দেশিকা রয়েছে দলের৷ প্রচারের জন্য প্রয়োজনীয় গান বা পোস্টারের বক্তব্য সিডি-বন্দি করে জেলা নেতৃত্বের হাতে দিয়ে বলা হয়েছে, সেই সিডিগুলিতে দলের বক্তব্য, দলের লাইন স্পষ্ট করে দেওয়া হয়েছে৷ সেই অনুযায়ীই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে৷ চলবে প্রচার৷ কর্মীরা যে প্রস্তুতিসভা করবেন, তার সঙ্গে জেলা নেতাদের যেন মতান্তর না হয়, নজর রাখতে হবে সেদিকেও৷ নতুন যাঁরা দলে এসেছেন, দলের কর্মসূচির গুরুত্ব বুঝতে ওইদিন সভায় যোগ দেওয়ার বিষয়ে তাঁদের উপর রয়েছে কড়া নির্দেশ৷ পাশাপাশি বলা হয়েছে, দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা যদি কর্মীদের উদ্দেশে কোনও লিখিত নির্দেশ দিতে চান, সেক্ষেত্রে একমাত্র শীর্ষনেতৃত্বের অনুমোদন নিয়েই তা দিতে পারবেন৷ প্রয়োজনে দলের লোগো দেওয়া প্যাডও ব্যবহার করা যাবে৷ কিন্তু সেই প্যাড ব্যবহারের ক্ষেত্রেও থাকতে হবে প্রয়োজনীয় অনুমোদন৷ দলে অনুশাসন বজায় রাখতেই এই ধরনের সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহল৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ