Advertisement
Advertisement

খারিজ দুর্ঘটনা তত্ত্ব, রাশিয়াতে ছিলেন না নেতাজি! 

৭০ বছর আগে নেতাজির অন্তর্ধান সম্পর্কে প্রকাশিত এই ফাইলগুলি বহু অজানা রহস্যের অবসান ঘটাবে বলেই মনে করছে বিশেষজ্ঞমহল৷

No record of Netaji's stay in Russia: Declassified files
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 30, 2016 5:35 pm
  • Updated:July 30, 2016 5:35 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯৪৫ সালে রাশিয়া থেকে ফেরার হওয়ার পথে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়নি নেতাজি সুভাষ চন্দ্র বসুর৷ বরং জানা গিয়েছে, নেতাজি ১৯৪৫ সালে বা তারপরে রাশিয়াতেই যাননি৷ সম্প্রতি নেতাজি সংক্রান্ত প্রকাশিত ফাইলগুলি এমন তথ্যই জানান দিল৷

প্রচলিত ছিল, ১৯৪৫ সালে তাইপেই বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে নেতাজির৷ কিন্তু চলতি বছরের ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতাজির অন্তর্ধান সম্পর্কিত ১০০টি ফাইল প্রকাশ করেন৷ এই ফাইল থেকেই জানা গিয়েছিল ১৯৪৫ সালের বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়নি নেতাজির৷ সম্প্রতি, নেতাজি সম্পর্কিত আরও ২৫টি ফাইল প্রকাশ করে ভারত সরকার৷ আর তা থেকেই জানা গিয়েছে, ১৯২২ সালের ৮ জানুয়ারি মস্কো থেকে ভারতীয় দূতাবাসে পাঠানো এক চিঠিতে লেখা হয়েছিল ১৯৪৫ সালে বা তারপরে নেতাজি রাশিয়ায় যাননি৷

Advertisement

এই তথ্যগুলি ১৯৪৫ সালে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যুর তথ্যকেই আবার ভুল প্রমাণ করল৷ ৭০ বছর আগে নেতাজির অন্তর্ধান সম্পর্কে প্রকাশিত এই ফাইলগুলি বহু অজানা রহস্যের অবসান ঘটাবে বলেই মনে করছে বিশেষজ্ঞমহল৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ