Advertisement
Advertisement

Breaking News

রাজধানী এক্সপ্রেসের ভাড়ায় এবার বিমানে চড়ার সুযোগ

তবে, অফার সীমিত সময়ের জন্যই৷

Now Fly Air India At Rajdhani Train Fare
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 11, 2016 3:36 pm
  • Updated:September 16, 2020 4:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষ মূহূর্তের বিমান যাত্রীদের হামেশাই গ্যাঁটের কড়ি একটু বেশিই খরচ করতে হয় গন্তব্যস্থলে যাওয়ার জন্য৷ এই প্রথাই এবারে ভাঙল এয়ার ইন্ডিয়া৷ শেষ মূহূর্তের যাত্রীদের জন্য টিকিটের দাম বাড়ানোর বদলে কমিয়ে দেওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে৷ কমের পরিমান এতটাই, তা প্রায় রাজধানী এক্সপ্রেসের এসি টু-টিয়ারের ভাড়ার সমান৷

আপাতত পরীক্ষামূলক ভাবে দেশের চারটি প্রধান রুটে চালু হল এই ভাড়া – দিল্লি-মুম্বই, দিল্লি-চেন্নাই, দিল্লি-কলকাতা ও দিল্লি-বেঙ্গালুরু৷ দেশের এই চার জায়গায় রাজধানী ট্রেনের এসি টু-টিয়ার কামরার ভাড়া যথাক্রমে ২,৮৭০ টাকা, ৩,৯০৫ টাকা, ২,৮৯০ টাকা ও ৪,০৯৫ টাকা৷ প্রায় সেই মূল্যেই এবারে অনেকটা সময় বাঁচাতে পারবেন শেষ মূহূর্তের যাত্রীরা৷

Advertisement

দেশের মধ্যে গড়ে প্রত্যেক এয়ার ইন্ডিয়ার বিমানের উড়ানের সময় দেখায় যায় ৭৪ থেকে ৮০ শতাংশ আসন খালি থেকে যায়৷ সেই আসন পূরণের লক্ষেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের তরফে৷ তবে, অফার সীমিত সময়ের জন্যই৷ আপাতত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া যাবে এই সুবিধা৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ