Advertisement
Advertisement

এবার টালিগঞ্জ থেকেও ছাড়বে মেট্রো

কমছে সময়ের ব্যবধান, বাড়ছে মেট্রোর সংখ্যা

Now metro will go from Tollygunge too
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 7, 2016 11:02 am
  • Updated:July 7, 2016 11:02 am

নব্যেন্দু হাজরা: কবি সুভাষ নয়৷ এবার মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশন  থেকেই ফাঁকা ট্রেনে উঠতে পারবেন যাত্রীরা৷ ব্যস্ত সময়ে যাত্রীচাপ সামাল দিতে টালিগঞ্জ থেকে ট্রেন ছাড়বে আগামী সপ্তাহ থেকেই৷ একইসঙ্গে দমদম থেকে টালিগঞ্জ স্টেশনের মধ্যে দুই ট্রেনের মধ্যে সময়ের ব্যবধানও কমবে  বলে খবর মেট্রোরেল সূত্রে৷

এখন শহরে মোট মেট্রো চলে ২৭৮টি৷ আগামী সপ্তাহ থেকে সেই সংখ্যা বাড়িয়ে ৩০০ করা হবে৷ তবে মেট্রোসূত্রে খবর, এই বাড়তি ট্রেন চলবে টালিগঞ্জ থেকে দমদম পর্যন্ত৷ পরিবর্তে কবি সুভাষ থেকে উত্তমকুমার পর্যন্ত দূরত্বে ট্রেনের সংখ্যা কমতে পারে৷ কারণ এই দুই স্টেশনের মাঝে যে স্টেশন রয়েছে, সেখান থেকে মেট্রোয় যাত্রী ওঠেন খুবই কম৷ এই অংশে মেট্রো চালিয়ে ক্ষতির বহর দিন দিন বাড়ছে কর্তৃপক্ষের৷

Advertisement

ইতিমধ্যেই উত্তমকুমার স্টেশনে আইল্যান্ড প্ল্যাটফর্ম তৈরি হয়ে গিয়েছে৷ তৈরি হয়েছে ওয়াই সাইডিং৷ যেখান দিয়ে ট্রেনগুলোকে ঘোরানো যাবে৷ চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেই এই প্ল্যাটফর্ম উদ্বোধন হওয়ার কথা৷ যে ট্রেনগুলো দমদম থেকে আসবে সেগুলো টালিগঞ্জে তৈরি ওয়াই সাইডিং দিয়ে ঘুরবে৷ ফের যাবে দমদমের দিকে৷

Advertisement

মেট্রোসূত্রে জানা গিয়েছে, কবি সুভাষ থেকে দমদমগামী আপ লাইনের পাশে তৈরি হয়েছে এই তৃতীয় প্ল্যাটফর্ম৷ অতিরিক্ত ভিড় কমানোই এই তৃতীয় প্ল্যাটফর্ম তৈরির মূল উদ্দেশ্য৷ প্রায় দু’বছরেরও বেশি সময় লেগেছে এই তৃতীয় প্ল্যাটফর্ম তৈরি হতে৷ ইতিমধ্যেই ট্রায়াল রান শুরু হয়ে গিয়েছে৷ মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীনই এই স্টেশনে তৃতীয় প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছিল৷ অবশেষে তা বাস্তবায়িত হতে চলেছে৷

মেট্রোরেল সম্প্রসারণের পর দেখা গিয়েছে, মহানায়ক উত্তমকুমার স্টেশন থেকে দৈনিক প্রায় ৩০ হাজারেরও বেশি  যাত্রী ওঠেন৷ দমদম, এসপ্ল্যানেড, পার্কস্ট্রিট, শ্যামবাজারের মতো গুটিকয়েক স্টেশনে এখানকার চেয়ে বেশি যাত্রী ওঠেন৷ দমদম স্টেশনে ওঠেন সবচেয়ে বেশি যাত্রী৷ নিয়মিত  প্রায় হাজার পঞ্চাশেক৷ মেট্রোর তরফে জানানো হয়েছে, নতুন এই প্ল্যাটফর্ম চালু হলে এখান থেকে  নতুন ট্রেনও দেওয়া হবে৷ কারণ  ঠাকুরপুকুর, বেহালা চৌরাস্তা, ডায়মন্ডহারবার, যাদবপুর-সহ বিস্তীর্ণ এলাকার মানুষ এই টালিগঞ্জ স্টেশনের উপর নির্ভরশীল৷ এখান থেকে ট্রেন ছাড়লে সবাই সুবিধা পাবেন৷

এই প্ল্যাটফর্ম চালুর পর মেট্রোর সময়সূচিরও কিছুটা পরিবর্তন করা হবে৷ ৮ মিনিট ব্যবধানে যে ট্রেন চলে তা এবার চলবে ৬ মিনিট অন্তর৷ তবে দুই ট্রেনের সময়ের ব্যবধান সবচেয়ে কম পাঁচ মিনিটের পরিবর্তে চার মিনিট করা হবে কি-না তা ভবিষ্যতে ঠিক হবে৷ এদিকে  ঈদ উপলক্ষে আজ সারাদিন মেট্রো কম চলবে৷ সাধারণ কাজের দিনে মেট্রো চলে ২৭৬টি৷ আজ সেই সংখ্যা কমিয়ে ২২৪ করা হয়েছে৷ শনিবার যেমন চলে৷ মেট্রোর তরফে প্রেস বিজ্ঞপ্তি করে জানানো হয়েছে, ঈদে ছুটি উপলক্ষে ট্রেনের সংখ্যা কমানো হয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ