Advertisement
Advertisement

Breaking News

ভারতকে টেক্কা দিতে বৃহত্তর সার্ক সম্মেলনের প্রস্তাব পাকিস্তানের

চিনকে পাশে নিয়ে কূটনৈতিকভাবে ভারতকে কাবু করার প্রচেষ্টা নিয়েছে পাকিস্তান৷

Pakistan seeks bigger Saarc
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 12, 2016 2:59 pm
  • Updated:October 12, 2016 2:59 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উরি হামলার পরবর্তী প্রতিক্রিয়ায় পাকিস্তানকে কূটনৈতিকভাবে একঘরে করার পদক্ষেপ নিয়েছিল ভারত৷ এসেছিল সাফল্যও৷ ইসলামাবাদে যে সার্ক সম্মেলন হওয়ার কথা ছিল তা এ যাত্রায় ভেস্তে গিয়েছে৷ কিন্তু পাল্টা চাল হিসেবে এবার বৃহত্তর সার্ক সম্মেলনের প্রস্তাব দিল পাকিস্তান৷

ভারতে পাক জঙ্গিদের হানার প্রতিবাদে নিন্দায় মুখর হয় সারা বিশ্বই৷ উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে সার্কভুক্ত দেশগুলি ভারতের পাশে এসে দাঁড়ায় এবং সার্ক সম্মেলন বয়কটের ডাক দেয়৷ সংখ্যাগরিষ্ঠ সদস্য সার্ক বয়কট করতে চাইলে বাধ্য হয়েই ইসলামাবাদকে এবারের সার্ক মুলতুবি ঘোষণা করতে হয়৷ পাকিস্তানের এই সিদ্ধান্ত ভারতের ক্ষেত্রে বড় কূটনৈতিক জয় হিসেবেই ধরা দিয়েছিল৷ আন্তর্জাতিক মহলে পাকিস্তানের গ্রহণযোগ্যতা কমে যাওয়ার ইঙ্গিত দিয়েছিল সার্কভুক্ত দেশগুলির সমবেত সিদ্ধান্ত৷

Advertisement

কিন্তু এখানেই দমে যাওয়ার পাত্র নয় পাকিস্তান৷ এবার পাল্টা চাল হিসেবে বৃহত্তর সার্কের ডাক দিল তারা৷ পাক প্রতিনিধিদল ওয়াশিংটন সফরকালে এই প্রস্তাব তুলে ধরে৷ পাক সেনেটর মুশাহিদ হুসেন সৈয়দ জানান, আরও বড় আকারে দক্ষিণ এশিয়া বিশ্বের সামনে ধরা দেবে৷ অর্থাৎ ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভূটানের মতো দেশকে ছাড়াও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলি নিয়ে সার্ক সম্মেলন করার ভাবনা পাকিস্তানের৷ সেক্ষেত্রে অন্তর্ভুক্ত হতে পারে চিন, ইরান ও মধ্য এশিয়ার দেশগুলি৷ চিন-পাকিস্তানের অর্থনৈতিক লেনদেনকে দক্ষিণ এশিয়ার বৃহত্তম অর্থনৈতিক করিডর হিসেবে চিহ্নিত করে এই বৃহত্তর সার্কের সম্ভাবনাকে উজ্জ্বল করে তুলতে চায় পাকিস্তান৷

Advertisement

সাধারণত সার্কে ভারতের আধিপত্যই থাকে বেশি৷ ভারতের উপর হামলার কারণেই তাই সরে দাঁড়িয়েছিল অন্যান্য দেশগুলি৷ কিন্তু এবার ভারতের ক্ষমতাকে খর্ব করতেই এই কূটনৈতিক চাল পাকিস্তানের৷ চিনের মতো দেশ যদি সার্কের আওতায় আসে তবে ভারতের ক্ষমতা প্রত্যাশিত ভাবেই কমবে৷ অন্যদিকে চিনের সঙ্গে পাকিস্তানের সখ্যতাও সুবিদিত৷ চিনের বাধাদানে ও পাকিস্তানের পাশে এসে দাঁড়ানোতেই এনএসজি-তে প্রবেশ করতে পারেনি ভারত৷ তাই চিনকে পাশে নিয়ে কূটনৈতিকভাবে ভারতকে কাবু করার প্রচেষ্টা নিয়েছে পাকিস্তান৷

তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পাকিস্তানের এই প্রচেষ্টা ফলপ্রসূ হবে না৷ কেননা মধ্য এশিয়ার বহু দেশই ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলে৷ এছাড়া পাকিস্তানের সঙ্গে ইরানেরও যে সদ্ভাব আছে এমনটা নয়৷ সার্কভুক্ত দেশগুলি যে এই প্রস্তাব মেনে নেবে এমনটাও মনে করছে না আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা৷ ফলত স্রেফ ভারতকে চাপে রাখার কৌশল ছাড়া পাকিস্তানের এই বৃহত্তর সার্ক সম্ভাবনার ভবিষ্যৎ বিশ বাঁও জলে বলেই মনে করা হচ্ছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ