Advertisement
Advertisement

কাশ্মীর ইস্যুতে সুর নরম পাকিস্তানের

ভারতের কড়া পদক্ষেপ আঁচ করেই আগেভাগেই দ্বি-পাক্ষিক ভাবে সমাধানের সূত্র খুঁজতে আগ্রহী হল পাকিস্তান৷

Pakistan would formally write to India about holding dialogue, says Sartaz AZiZ
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 12, 2016 4:16 pm
  • Updated:August 12, 2016 4:57 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীর সমস্যার সমাধানে যখন ভারতে সর্বদলীয় বৈঠক চলছে, তখনই এ ব্যাপারে নিজেদের কঠোর অবস্থান পাল্টানোর ইঙ্গিত দিল পাকিস্তান৷ সে দেশের বিদেশমন্ত্রকের উপদেষ্টা শরতাজ আজিজ জানালেন, কাশ্মীর সমস্যা সমাধানে ভারতকে বৈঠকে আমন্ত্রণ জানানো হতে পারে৷

মৃত হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির প্রতি এক শ্রেণির কাশ্মীরি জনতার আবেগকে কাজে লাগিয়েই কাশ্মীর দখলের ছক কষেছিল পাকিস্তান৷ পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ তো কাশ্মীরকে পাকিস্তান বানানোর কথা বলেইছিলেন, একধাপ এগিয়ে হিজবুল প্রধান বলেছিলেন, পাকিস্তানের সহায়তা পেলে ভারতের বিরুদ্ধে বাধতে পারে পরমাণু যুদ্ধও৷ পাকিস্তানের এই মনোভাব সহজভাবে গ্রহণ করেনি ভারত৷ একদিকে যখন বিছিন্নতাবাদ দমনে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে, অন্যদিকে সর্বদল বৈঠক কাশ্মীর সমস্যা সমাধানের সূত্র খোঁজা হচ্ছে৷ এই পরিস্থিতি ভারত যে পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে চলেছে তা আঁচ করেই সুর নরম করল পাকিস্তান৷ শরতাজ আজিজের কথায় এই টানাপোড়েন শেষ করারই ইঙ্গিত মিলল৷ কাশ্মীর সমস্যা সমাধানে পাক বিদেশমন্ত্রকের তরফে বৈঠকে আমন্ত্রণ জানিয়ে তাঁকে চিঠি লেখা হবে বলেও জানালেন তিনি৷ দু’দেশের পক্ষেই একতরফা সমাধান না খুঁজে এবার দ্বি-পাক্ষিক বৈঠকেই যে সমাধান মিলবে তা শেষমেশ মেনে নিল পাকিস্তান৷ রাজনৈতিক মহলের ধারণা, এর আগে আমেরিকাকে পাশে চেয়েও পায়নি পাকিস্তান৷ সামরিক ক্ষেত্রে ভারতের প্রতি মার্কিন মুলুকের সাহায্য কিন্তু অব্যাহত৷ সেক্ষেত্রে সর্বদলীয় বৈঠকের পর ভারতের কড়া পদক্ষেপ আঁচ করেই আগেভাগেই দ্বি-পাক্ষিক ভাবে সমাধানের সূত্র খুঁজতে আগ্রহী হল পাকিস্তান৷

Advertisement

 

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ