Advertisement
Advertisement

Breaking News

পঞ্চায়েতে ভাল কাজের পুরস্কার, বিশ্ব ব্যাংকের ৪২৬ কোটি টাকা পাচ্ছে রাজ্য

রাজ্যের মুকুটে নয়া পালক।

Panchayat Raj success: World Bank grants 426 crore to West Bengal
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 18, 2018 1:04 pm
  • Updated:November 19, 2018 1:54 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত ভোট কি নির্দিষ্ট সময়ে হবে? এখনও এ প্রশ্নের উত্তর মেলেনি। আদালতে যে সময় শুনানি চলছে, তখনই এল সুখবর। ভোটের দিন নিয়ে জটিলতা থাকলেও, পঞ্চায়েতে ভাল কাজের জন্য পুরস্কার পেল রাজ্য। বিশ্বব্যাংকের প্রায় ৪২৬ কোটি টাকার অনুদান পাচ্ছে রাজ্য।

[  পঞ্চায়েত ভোটের আগে বড় ধাক্কা, তৃণমূল কর্মীকে খুনে দোষী সাব্যস্ত ১৮ সিপিএম সদস্য ]

Advertisement

রাজ্য সরকারের মুকুটে এ এক নতুন পালকই বলা যায়। পঞ্চায়েতে কোন রাজ্য কেমন কাজ করছে তা নিয়ে একটি সমীক্ষার আয়োজন করে বিশ্ব ব্যাংক। প্রতিযোগিতাই বলা যায়। প্রায় দশটি বিষয়ের উপর চোখ রেখে এই সমীক্ষা করা হয়। সেখানেই ভাল ফল রাজ্যের। পঞ্চায়েত ব্যবস্থা আধুনিকীকরণ ও পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত দারুণ কাজ করেছে। দু-হাজারেরও বেশি পঞ্চায়েতের উপর এই সমীক্ষা চালানো হয়। তারপরই প্রথম হিসেবে বেছে নেওয়া হয় মহেশতলার একটি পঞ্চায়েতকে। দ্বিতীয় স্থানে আছে আলিপুরদুয়ারের রাজাভাতখাওয়ার একটি পঞ্চায়েত। তৃতীয় স্থানে শিলিগুড়ির একটি পঞ্চায়েত। প্রতিটি পঞ্চায়েতকে পঞ্চাশ লক্ষ টাকা বা তার বেশি অর্থমূল্যের অনুদান দেওয়া হবে। ভাল কাজের নিরিখে বিশ্ব ব্যাংকের থেকে মোটা অঙ্কেরই অনুদান পাচ্ছে রাজ্য সরকার।

Advertisement

 মাটিতে বসে গল্পের মোড়কে দত্তক নেওয়া গ্রামে ভোটপ্রচার বাবুলের ]

গোটা দেশের ভিত্তি পঞ্চায়েত। সে ব্যবস্থা যেমন জটিল, তেমন এই ব্যবস্থার অধীনে বসবাসকারী সাধারণ মানুষের সংখ্যাও পুরসভা পরিকাঠামোর থেকে অনেক বেশি। তাই সঠিক পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া যে কোনও সরকারের কাছেই চ্যালেঞ্জ। মমতা সরকার যে সে কাজে পুরোমাত্রায় সফল তা আর বলার অপেক্ষা রাখে না। এর আগে কৃষি ও অনলাইন ট্যাক্সিংয়ের ক্ষেত্রে রাজ্যের কাজ প্রশংসা আদায় করেছিল গোটা দেশের। মুখ্যমন্ত্রীর ভাবনাপ্রসূত কন্যাশ্রী প্রকল্প তো রাষ্ট্রংসঘের স্বীকৃতিও পেয়েছে। পঞ্চায়েত ভোটের আগে পঞ্চায়েতে এই সাফল্য নিঃসন্দেহে সরকারকে বাড়তি অক্সিজেন জোগাবে। পঞ্চায়েত নিয়ে জটিলতার কারণে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন, এর জেরে তিনি কোনও প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যেতে পারছেন না। তা যে কতখানি সত্যি, পঞ্চায়েত পরিষেবা দিতে রাজ্য যে কতখানি বদ্ধপরিকর, এই স্বীকৃতি যেন তা ফের প্রমাণ করে দিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ