Advertisement
Advertisement

অরুণাচলের নতুন মুখ্যমন্ত্রী পেমা খানডু

৩৭ বছরের পেমা এখন দেশের কনিষ্ঠতম মুখ্যমন্ত্রী৷

Pema Khandu sworn in as Arunachal Pradesh Chief Minister
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 17, 2016 2:51 pm
  • Updated:August 12, 2021 5:32 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অরুণাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন কংগ্রেসের পেমা খানডু৷ রবিবার রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন তিনি৷ ৩৭ বছরের পেমা এখন দেশের কনিষ্ঠতম মুখ্যমন্ত্রী৷ গতকালই তাঁকে সর্বসম্মতভাবে কংগ্রেস পরিষদীয় দলের নেতা নির্বাচিত করা হয়েছে৷ নাবাম টুকি মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দেওয়ার পর খানডু বিধানসভায় আস্থাভোটে জয়ী হন৷

গতবছরের ডিসেম্বর থেকেই নাবাম টুকি মুখ্যমন্ত্রীর পদ ফিরে পাওয়ার জন্য ঘরে-বাইরে লড়াই চালিয়ে আসছিলেন৷ দলেরই কিছু বিধায়ক বিধানসভার বিশেষ অধিবেশনে তাঁকে ক্ষমতাচ্যুত করে বিজেপির সমর্থনে বিদ্রোহী কংগ্রেস নেতা কালিখো পালকে মুখ্যমন্ত্রী নির্বাচিত করেন৷ গত বুধবার সুপ্রিম কোর্টের রায়ে ফের মুখ্যমন্ত্রীর পদ ফিরে পান নাবাম টুকি৷ শীর্ষ আদালত বলে, তৎকলীন রাজ্যপাল জে পি রাজখোয়া এই ব্যাপারে ক্ষমতার বাইরে গিয়ে কাজ করেছেন৷ বর্তমানে রাজাখোয়া অসুস্থ থাকায় অরুণাচলে অস্থায়ী রাজ্যপালের দায়িত্বভার সামলাচ্ছেন তথাগত রায়৷ তিনি শনিবার বিধানসভায় আস্থা ভোট নেওয়ার নির্দেশ দেন৷ টুকি এর জন্য আরও দশদিন সময় চেয়েছিলেন, কিন্তু রাজ্যপাল তা মঞ্জুর করেননি৷

Advertisement

৩৭ বছরের পেমা খানডু অরুণাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রী দোরজি খানডুর পুত্র৷ কংগ্রেস নেতা দোরজি ২০১১ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান৷ নবাম টুকি মন্ত্রিসভাতেও ছিলেন পেমা খানডু৷ তাৎপর্যপূর্ণভাবে ৬০ আসনের বিধানসভায় টুকির বিদ্রোহী ২১ কংগ্রেস বিধায়ক সহ ৪৫ জন বিধায়কই পেমা খানডুকে সমর্থন করেছেন৷ তার মধ্যে বিদ্রোহী নেতা কালিখো পলও আছেন৷ বিধানসভায় কংগ্রেসের ক্ষমতা এখন বেড়ে হল ৫৮৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ