Advertisement
Advertisement

Breaking News

পাকিস্তানকে সমরাস্ত্র কেনার টাকা দেবে না পেন্টাগন

মাথায় হাত পাকিস্তানের...

Pentagon will not pay Pakistan $300 million in military reimbursements
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 4, 2016 7:34 pm
  • Updated:August 4, 2016 7:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানকে সামরিক সাহায্য করবে না আমেরিকা৷ পাক সেনার সরঞ্জাম কেনার জন্য প্রতিশ্রুতি মোতাবেক ৩০০ মিলিয়ন মার্কিন ডলার দেবে না পেন্টাগন৷ মার্কিন প্রতিরক্ষা বিভাগের সচিব অ্যাশ কার্টার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বৃহস্পতিবার৷ আফগান তালিবান ও হাক্কানি নেটওয়ার্কের মতো জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নেওয়ার ফল ভুগতে হচ্ছে ইসলামাবাদকে৷

এমনিতেই গত এক দশকে আমেরিকার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কখনও নরমে তো কখনও গরম৷ পেন্টাগনের নিষেধ সত্ত্বেও হাক্কানি নেটওয়ার্কের মতো জঙ্গি সংগঠনগুলিকে তলে তলে আর্থিক সাহায্য করেই চলেছে পাকিস্তান৷ সন্ত্রাস মোকাবিল তো দূরের কথা, জঙ্গি সংগঠনগুলি রাষ্ট্রেরই মদতে পুষ্ট হচ্ছে বলে খবর পেয়েছেন মার্কিন গোয়েন্দারা৷ আর তাই পাকিস্তানের মতো দেশের হাতে আর কোনও সামরিক সরঞ্জাম তুলে দিতে চাইছে না ওয়াশিংটন৷

Advertisement

পেন্টাগনের মুখপাত্র অ্যাডাম স্টাম্প জানিয়েছেন, “ওই বিপুল আর্থিক সাহায্য পাকিস্তানকে দেওয়া সম্ভব নয়৷ সচিব জানিয়েছেন, হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করেনি পাকিস্তান৷ সন্ত্রাসবাদ রুখতে মিত্র দেশগুলিকে কোয়ালিশন সাপোর্ট ফান্ড বা সিএফএফ-এর আওতায় বিপুল পরিমাণ অর্থ সাহায্য করে আমেরিকা৷ পাকিস্তান এই ফান্ড থেকে সবচেয়ে বেশি টাকা পায়৷ ২০০২ সাল থেকে সিএফএফ থেকে প্রায় ১৪ বিলিয়ন ডলার অর্থ সাহায্য পেয়েছে পাকিস্তান৷

Advertisement

অন্যদিকে, আমেরিকার এই সিদ্ধান্তে তীব্র হতাশা ব্যক্ত করেছেন ওয়াশিংটনে নিযুক্ত পাক রাষ্ট্রদূত নাদিম হোতিয়ানা৷ যদিও তিনি বিলক্ষণ জানেন, মার্কিন কংগ্রেসে ইসলামাবাদ বিরোধী গোষ্ঠী ক্রমশ শক্তিশালী হচ্ছে৷ মার্কিন সাংসদরা পাকিস্তানের পরমাণু গবেষণা নিয়ে যথেষ্ট সন্দিহান৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ