Advertisement
Advertisement

Breaking News

কাশ্মীর পরিস্থিতি নিয়ন্ত্রণে শান্তির আহ্বান মোদির

আফ্রিকা সফর থেকে ফিরেই তড়িঘড়ি কাশ্মীর সমস্যার সমাধানে উদ্যোগী হয়েছেন মোদি৷

pm-modi-holds-meet-on-kashmir-crisis
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 12, 2016 3:44 pm
  • Updated:July 12, 2016 3:44 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে অশান্ত কাশ্মীর৷ এখনও পর্যন্ত সেখানে প্রায় ৩০ জনের মৃত্যু হয়েছে৷ আহত ১৪০০ জনেরও বেশি৷ এ পরিস্থিতিতে কাশ্মীর নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি-সহ প্রশাসনের শীর্ষ কর্তারা৷

আফ্রিকা সফর থেকে ফিরেই তড়িঘড়ি কাশ্মীর সমস্যার সমাধানে উদ্যোগী হয়েছেন মোদি৷ বিছিন্নতাবাদী নেতার মৃত্যুতে কাশ্মীর যেভাবে অশান্ত হয়েছে তা দেশের অখণ্ডতা ও নিরাপত্তার ক্ষেত্রে অশনিসংকেত৷ এদিকে এই ইস্যুতে পাকিস্তান যে ভূমিকা নিয়েছে তাও ভাল চোখে দেখছে না ভারত৷ পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মন্তব্য থেকে শুরু করে বুরহানের স্মরণে পাকিস্তানে আয়োজিত এক সভায় দেখা হাফিজ সঈদের উপস্থিতির বিষয়টিকেই যে ভারত ভালভাবে নিচ্ছে না, সে ইঙ্গিত মিলেছিল প্রশাসনিক কর্তাদের কথাতেই৷ সফর থেকে ফিরে এবার এ ব্যাপারে সমাধান সূত্র খুঁজতে জরুরি বৈঠক করলেন প্রধানমন্ত্রী৷

Advertisement

পাকিস্তানের ভূমিকা নিয়ে কী পদক্ষেপ করা হবে, তা এখনই খোলসা করে জানানো হয়নি৷ তবে জানানো হয়েছে, বৈঠকে প্রধানমন্ত্রী এই প্রসঙ্গে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রের তরফে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি৷ সেইসঙ্গে উপত্যকার নিরাপরাধ মানুষের যাতে কোনও ক্ষতি না হয় তা নিশ্চিত করতেও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ