Advertisement
Advertisement

Breaking News

দক্ষিণ আফ্রিকাই মোহনদাসকে মহাত্মা বানিয়েছে, মন্তব্য মোদির

বিনিয়োগ ও বাণিজ্য বিশেষত খনি এবং খনিজ শিল্প, রাসায়নিক, ওষুধ এবং উৎপাদন শিল্প, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও বাড়ানোর উপর জোর দেন মোদি৷

PM Modi in Johannesburg: South Africa is karmbhoomi of Mahatma Gandhi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 9, 2016 10:26 am
  • Updated:July 9, 2016 10:26 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরনে নেলসন ম্যান্ডেলার মতোই ‘মাদিবা’ শার্ট৷ শুক্রবার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জেকব জুমার সঙ্গে বৈঠক সেরে এক যৌথ সাংবাদিক সম্মেলনে এই পোশাকেই হাজির হন তিনি৷ জাতির জনক মহাত্মা গান্ধীর কথা উল্লেখ করে বলেন, “দক্ষিণ আফ্রিকাই সত্যাগ্রহের জন্মস্থান৷ এই দেশই মোহনদাসকে মহাত্মা বানিয়েছে৷” একই সঙ্গে জানান, এখানে এসেই তিনি গান্ধীজি ও ম্যান্ডেলার মতো দুই মহান মানুষকে শ্রদ্ধা জানানোর সুযোগ পেয়েছেন৷
আফ্রিকার পাঁচ দেশ সফরে বেরিয়ে শুক্রবার সকালেই মোজাম্বিক থেকে দক্ষিণ আফ্রিকা পৌঁছন মোদি৷ সেখানে ইউনিয়ন বিল্ডিংসে মোদিকে আনুষ্ঠানিক সংবর্ধনা জানানো হয়৷ এই সফরে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে আর্থিক সম্পর্ক ছাড়াও বাণিজ্যিক সম্পর্কের উন্নয়নেও বিশেষ জোর দিয়েছেন মোদি৷ বলেছেন, বহুমুখী পরিবর্তনই ভারতের অর্থনৈতিক গতিকে ত্বরাণ্বিত করেছে৷ ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি প্রতিরক্ষা, উৎপাদন, খনি ও খনিজ শিল্প প্রভৃতি ক্ষেত্রে দু’ দেশের বন্ধন আরও দৃঢ় করার বিষয়ে সহমত হয়েছে নয়াদিল্লি ও প্রিটোরিয়া৷ একই সঙ্গে সন্ত্রাস, জলদস্যু, ইবোলা ও এডস প্রতিরোধে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার শপথও নিয়েছে দুই দেশ৷
প্রিটোরিয়ায় মোদি এদিন জ্যাকব জুমার মুখোমুখি হন৷ তাঁদের মধ্যে হওয়া বিভিন্ন আলোচনায় মোদি বিনিয়োগের সেরা গন্তব্য হিসাবে ভারতকে তুলে ধরেন৷ বলেন, দুই দেশ যৌথভাবে নিজেদের প্রয়োজনীয় সামগ্রী উৎপাদন করতে সক্ষম৷ তবে এটাই শেষ কথা নয়, এই যৌথ উদ্যোগ আঞ্চলিক তথা আন্তর্জাতিক চাহিদা মেটাতেও সক্ষম৷ ভারতে প্রতিরক্ষা সংক্রান্ত সরঞ্জাম উৎপান করতে দক্ষিণ আফ্রিকাকে বিনিয়োগ করার আহ্বান জানান মোদি৷ আন্তর্জাতিক আঙিনায় প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই দেশের৷ পরমাণু সরবরাহকারী গোষ্ঠীর সদস্য পদ পাওয়ার আবেদনে সমর্থন জানানোয় জুমাকে এদিন ধন্যবাদ জানান মোদি৷ বলেন, “দক্ষিণ আফ্রিকার মতো বন্ধু দেশ আমাদের এনএসজি-র সদস্যপদ পাওয়ার বিষয়ে সমর্থন জানিয়েছে৷ আমরা কৃতজ্ঞ৷” বিনিয়োগ ও বাণিজ্য বিশেষত খনি এবং খনিজ শিল্প, রাসায়নিক, ওষুধ এবং উৎপাদন শিল্প, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও বাড়ানোর উপর জোর দেন মোদি৷ ভারতে এই সমস্ত ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকাকে আরও বেশি বিনিয়োগ করতে অনুরোধ করেন৷
সন্ত্রাসবাদকে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করে মোদি বলেন, “সন্ত্রাসবাদীরা সমাজের মূল ভিত্তিতেই আঘাত করছে৷ সাধারণ মানুষের নিরাপত্তা ও সুরক্ষা কেড়ে নিয়েছে৷ সন্ত্রাস দমনে আন্তর্জাতিক আঙিনায় একযোগে কাজ করবে ভারত ও দক্ষিণ আফ্রিকা৷” শনিবার জোহানেসবার্গে ভারতীয় বংশোদ্ভূতদের এক জনসভায় ভাষণ দেবেন মোদি৷ জোহানেসবার্গ থেকে ডারবানযাবেন তিনি৷ সেখান থেকে প্রধানমন্ত্রীর যাবেন তানজানিয়া ও কেনিয়া৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ