Advertisement
Advertisement

কচুরিপানায় ডুবসাঁতার দিয়ে ডাকাত ধরল পুলিশ

দীর্ঘসময়ের জন্য কচুরিপানার মধ্যেই চলে ডাকাত আর পুলিশের ‘লুকোচুরি’৷

Police jumped in Water hyacinth to caught dacoits
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 11, 2016 11:00 am
  • Updated:July 11, 2016 11:00 am

স্টাফ রিপোর্টার: নিরাপদ আশ্রয় ভেবে পুলিশের হাত থেকে বাঁচতে কচুরিপানায় মধ্যে গা ঢাকা দিয়েছিল কুখ্যাত ডাকাত৷ কিন্তু শেষ রক্ষা হল না নাছোড়বান্দা পুলিশের পাল্লায় পড়ে৷ ভেড়িতে কচুরিপানার ভর্তি জলে ঝাঁপ দেয় পুলিশের দলও৷ দীর্ঘসময়ের জন্য কচুরিপানার মধ্যেই চলে ডাকাত আর পুলিশের ‘লুকোচুরি’৷ এমনকী, রাতের অন্ধকারে ডুবসাঁতার দিয়েও পালানোর চেষ্টা করে ডাকাত মহাশয়৷ কিন্তু শেষমেশ ধরা দিতে বাধ্য হয় উত্তর বন্দর থানার পুলিশের জালে৷

গঙ্গার পাড়ে উত্তর বন্দর থানার পুলিশ আধিকারিক ও পুলিশকর্মীদের নিয়মিত সাঁতার কাটার অভ্যাস৷ সেই অভ্যাসই কাজ দিল শনিবার গভীর রাতে৷ অন্ধকারের মধ্যে হাওড়ার লিলুয়ার ভেড়িতে ডুবসাঁতার কেটে পালানোর সময় হাতেনাতে ধরে ফেলে কুখ্যাত রেল ডাকাত বিক্রম রায়কে৷ ওই গ্যাংয়ের লিডার রানা মালাকেও গ্রেফতার করেছেন উত্তর বন্দর থানার পুলিশ আধিকারিকরা৷ গত মাসে হাওড়া ব্রিজের উপর একটি ডাকাতির অভিযোগে তাদের দু’জনকে গ্রেফতার করা হয়৷ তাদের গ্যাংয়ের আরও একজন পলাতক৷

Advertisement

পুলিশ জানিয়েছে, গত ২০ জুন গভীর রাতে রিজেন্ট পার্কের এক বাসিন্দা বাস না পেয়ে হেঁটে হাওড়া ব্রিজ পার হচ্ছিলেন৷ তখনই তিন দুষ্কৃতী ওই ব্যক্তির মাথায় একটি রিভলভারের বাঁট দিয়ে আঘাত করে তাঁর কাছ থেকে বেশ কয়েক হাজার টাকা ও একটি মোবাইল ফোন লুঠ করে পালায়৷ সিসিটিভি-র ফুটেজের মাধ্যমে তদন্ত চালিয়ে পুলিশ জানতে পারে যে, এই কাজ করেছে হাওড়ার রেল ডাকাতের একটি দল৷

Advertisement

শনিবার পুলিশের কাছে খবর আসে, ডাকত দলটি লুকিয়ে রয়েছে লিলুয়ার একটি ভেড়িতে৷ গভীর রাতে ওই ভেড়ির একটি ঘর ঘিরে ফেলে প্রথমে রানা মালাকে পুলিশ ধরে ফেলে৷ তার কাছ থেকে উদ্ধার হয় একটি রিভলভার৷ তা দিয়েই ওই যুবককে আঘাত করা হয়েছিল৷ রানা ধরা পড়তেই তার সঙ্গী বিক্রম ভেড়িতে ঝাঁপিয়ে পড়ে৷ লুকিয়ে পড়ে কচুরিপানায়৷ কয়েকজন পুলিশকর্মী জলে নেমে ঘিরে ধরেন ওই ডাকাতকে৷ অন্যরা উপর থেকে জলে টর্চের আলো ফেলতে থাকেন৷ শেষে ডুবসাঁতার কাটতে গেলে পাল্টা ডুবসাঁতার কেটেই পুলিশ তাকে ধরে ফেলে৷ লুঠ হওয়া জিনিসগুলির সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ