Advertisement
Advertisement

Breaking News

পাক অধিকৃত কাশ্মীরে উঠল পাক বিরোধী স্লোগান

দেখুন ভিডিও

Protest in Pak occupied Gilgit Baltistan against Pakistan and demanding release of activist Baba Jan
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 13, 2016 1:46 pm
  • Updated:August 15, 2016 3:32 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক অধিকৃত কাশ্মীরের গিলগিত-বালতিস্তান প্রদেশে হাজার হাজার মানুষ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে আন্দোলনে নামলেন শনিবার৷ পাক সেনাবাহিনীর বিরুদ্ধে উঠল অমানুষিক অত্যাচারের অভিযোগ৷ বিক্ষোভ দেখানোর অভিযোগে স্থানীয় নেতা বাবা জান-সহ অন্তত ৫০০ যুবককে গ্রেফতার করেছে নিরাপত্তা রক্ষাবাহিনী৷

আন্দোলনকারীদের দাবি, পাক সেনাবাহিনীকে প্রদেশের মাটি ছাড়তে হবে৷ পাশাপাশি, গিলগিতের বাসিন্দাদের ন্যূনতম রাজনৈতিক অধিকার দিতে হবে৷ কিন্তু পাক সেনাবাহিনী যে এই আন্দোলনকে কোনওভাবেই বরদাস্ত করবে না, তা এদিনের ধরপাকড় থেকেই স্পষ্ট৷ এই আন্দোলন থেকেই উঠল পাকিস্তান বিরোধী স্লোগান৷ ক্রুদ্ধ আন্দোলনকারীরা গিলজিতের শিয়া অধ্যুষিত শহরগুলিতে পতাকা হাতে রাস্তায় নেমেছেন৷ সুন্নি অধ্যুষিত পাকিস্তানে গিলগিত-বালতিস্তান প্রদেশেই শিয়াদের আধিপত্য রয়েছে৷ আন্দোলনকারীদের অভিযোগ, ‘চিন-পাকিস্তান ইকোনমিক করিডর’-এর কাজ অবিলম্বে বন্ধ করতে হবে৷ তাঁদের দাবি, নয়া প্রকল্পের ফলে শুধুমাত্র চিনা ও পাক অধিকৃত পাঞ্জাবের লাভ হবে৷ পাশাপাশি এই আন্দোলনকে স্তব্ধ করতে পাক সেনাবাহিনী চরম নিষ্ঠুরতা দেখাচ্ছে বলেও অভিযোগ উঠেছে৷

Advertisement

শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, পাক অধিকৃত কাশ্মীরও জন্মু ও কাশ্মীরের অংশ৷ শুধু তাই নয়, পাক অধিকৃত কাশ্মীর এবং বালুচিস্তানের মাটিতে পাকিস্তান যে হিংসা চালাচ্ছে তা বিশ্বের সামনে তুলে ধরার কথাও বলেছেন প্রধানমন্ত্রী৷ সেইসঙ্গে বিশ্বের বিভিন্ন অংশে ছড়িয়ে থাকা আজাদ কাশ্মীরের প্রবাসীদের সঙ্গে যোগাযোগ রাখার জন্যও প্রধানমন্ত্রী বিদেশমন্ত্রককে নির্দেশ দিয়েছেন৷

Advertisement

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ