Advertisement
Advertisement

পুজোয় সৃষ্টি সুখের উল্লাসে মাতাতে তৈরি খিদিরপুরের ২৫ পল্লি

এবছর সৃষ্টি সুখের উল্লাসে মাতাতে প্রস্তুত হচ্ছেন শিল্পী রিন্টু দাস৷

Puja Preparation 2016: 25 Pally, Khiddirpur
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 16, 2016 5:47 pm
  • Updated:September 16, 2016 8:04 pm

পুজো প্রায় এসেই গেল৷ পাড়ায় পাড়ায় পুজোর বাদ্যি বেজে গিয়েছে৷ সেরা পুজোর লড়াইয়ে এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ এমনই কিছু বাছাই করা সেরা পুজোর প্রস্তুতির সুলুকসন্ধান নিয়ে হাজির Sangbadpratidin.in৷ আজ একাদশ প্রতিবেদনে পড়ুন খিদিরপুরের ২৫ পল্লির পুজো প্রস্তুতি৷

শুভময় মণ্ডল: নতুন প্রাণের সৃষ্টির মতো নান্দনিক সুখ বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কিছু আছে কী? ব্রহ্মাণ্ডের আদি অনন্ত সবকিছুই এক মহাজাগতিক সৃষ্টি৷ পৌরাণিক মতে, আদিশক্তি হর-পার্বতীর মিলনেই সৃষ্টি হয়েছে সবকিছু৷ সেই সৃষ্টিসুখের আনন্দেই এবার মাতবে খিদিরপুরের ২৫ পল্লির পুজো৷ ৭২ তম বর্ষে তাদের নিবেদন আদিশক্তির মিলন থেকে সৃষ্ট নতুন প্রাণ৷ থিমমেকার রিন্টু দাসের সৃজনে তাদের থিমের নাম ‘সৃষ্টি সুখের উল্লাসে’৷

Advertisement

গত বছর শিল্পী মলয় সুতারের সৃজনে মা দুর্গাকে আপন ভূমি জুড়তে দেখা গিয়েছিল৷ এবছর সৃষ্টি সুখের উল্লাসে মাতাতে প্রস্তুত হচ্ছেন শিল্পী রিন্টু দাস৷ থিম নিয়ে ইতিমধ্যে কৌতূহল তুঙ্গে৷

Advertisement

khiddirpur-25-pally-1_web

এবার আসা যাক থিমের কথায়৷ হর-পার্বতীর মিলনগাথাকেই এখানে ফুটিয়ে তুলেছেন শিল্পী৷ মণ্ডপে ঢোকার মুখেই এক বিরাট শিবলিঙ্গকে স্থাপন করা হয়েছে৷ কিন্তু এই শিবলিঙ্গ মাঝখান থেকে বিভক্ত৷ সেই রক্তাভ যোনিপীঠের উপর অধিষ্ঠিত সেই শিবলিঙ্গ থেকে এক অদ্ভূত আভা বের হচ্ছে যা গোটা মণ্ডপকে জীবন্ত করে তুলছে৷ তাকেই সৃষ্টি হিসাবে দেখাচ্ছেন শিল্পী৷ মিলন থেকে সৃষ্ট তেজ গোটা মণ্ডপে ছড়িয়ে পড়ছে৷ আর তেজ থেকে সৃষ্টি হচ্ছে প্রাণ৷ ছোট ছোট মাটির হাঁড়িতে এক বিশেষ পদার্থ দিয়ে তৈরি ভ্রুণকে সৃষ্টি সুখ হিসাবে দেখানো হচ্ছে৷ সর্বশেষে গোটা মণ্ডপে বিভিন্ন জায়গায় প্রচুর শুক্রাণু ও ডিম্বানুকে প্রাণবন্ত উচ্ছ্বলতায় ভাসতে দেখা যাবে৷ একেই উল্লাস হিসাবে দেখাচ্ছেন শিল্পী৷ এছাড়া আরও বহু চমক রয়েছে মণ্ডপ জুড়ে৷ সেগুলি কিন্তু পুজোপ্রাঙ্গণে ঢুঁ মেরেই দেখতে হবে৷

khiddirpur-25-pally-2_web

সৃষ্টি সুখের উল্লাসে মেতে খিদিরপুরের ২৫ পল্লির পুজো এবার পুজোপ্রেমীদের মন কতটা প্রফুল্ল করতে পারে তা সময়ই বলবে৷

ভিডিওয় দেখে নিন প্রস্তুতি পর্বের ঝলক-

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ