Advertisement
Advertisement

Breaking News

রেখায় রেখায় তিলোত্তমা ফুটে উঠবে ৬৬ পল্লির পুজোপ্রাঙ্গণে

থিমশিল্পী পূর্ণেন্দু দের সৃজনে পুরনো কলকাতার নস্টালজিয়া ভারতীয় ও পাশ্চাত্য ধারার রেখাচিত্রে ধরা দেবে ৬৬ পল্লির পুজোপ্রাঙ্গণে৷

Puja Preparation 2016: 66 Pally, Rashbehari
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 29, 2016 8:07 pm
  • Updated:September 29, 2016 8:07 pm

পুজো প্রায় এসেই গেল৷ পাড়ায় পাড়ায় পুজোর বাদ্যি বেজে গিয়েছে৷ সেরা পুজোর লড়াইয়ে এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ এমনই কিছু বাছাই করা সেরা পুজোর প্রস্তুতির সুলুকসন্ধান নিয়ে হাজির Sangbadpratidin.in৷ আজ পড়ুন রাসবিহারীর ৬৬ পল্লির পুজো প্রস্তুতি৷

শুভময় মণ্ডল: শেষ কবে হেঁটে কলকাতা দেখেছেন বলুন তো!

Advertisement

ট্রামরাস্তা ধরে ময়দানের পাশা দিয়ে হাঁটা, ভিক্টোরিয়ার বাগান আর বাদামভাজা, শহিদ মিনারের সামনে মেলা আর মাদারির খেল৷ কোথায় গেল সেসব দিন? এখন শুধুই ভারচুয়াল দুনিয়ার বন্দিজীবন কাটাচ্ছে আমি আর আপনি৷

Advertisement

নয় নয় করে ৩২৫ টা বসন্ত পার করে দিল তিলোত্তমা৷ ফেলা আসা এতগুলি বছরে ম্লান হয়েছে ইতিহাস, মুছে গিয়েছে বহু স্মৃতি৷ কিন্তু কলকাতা আছে কলকাতাতেই৷ প্রাণের শহরকে নিয়ে বাসিন্দাদের আবেগ রয়ে গিয়েছে একইরকম৷ প্যারিস যদি হয় প্রেমের শহর, কবিতার শহর৷ তবে কলকাতা হল আবেগের শহর, সিটি অফ জয়৷ এ শহর জানে আমার প্রথম সবকিছু৷ কলকাতার অলিতে-গলিতে জড়িয়ে থাকা স্মৃতি এখন বই পেরিয়ে ইতিহাসের পাতায় বা গুগলের ক্লিক-এ৷ গ্রীষ্মের দুপুরে ফেরিওয়ালার ডাক, আকাশবাণীর প্রভাতী, টানা রিকশার টুংটাং ঘুঙুরের শব্দ, জমিদারবাড়ির পায়রা ওড়ার ঝটপটানি ও নিধুবাবুর টপ্পাগান আজ শুধুই অতীত৷ যদি হারিয়ে আসা সেই অমূল্য স্মৃতিগুলো জীবন্ত হয়ে ওঠে, সময় স্রোতের উল্টোদিকে গিয়ে যদি চোখের সামনে ভেসে ওঠে সেই প্রাণের শহরের সব বৈশিষ্ট্য? তবে কেমন হয়!

66-pally-1_web

সেই চেনা তিলোত্তমাকে এবার রেখায় রেখায় ফুটিয়ে তুলছে দক্ষিণের নেপাল ভট্টাচার্য স্ট্রিটের ৬৬ পল্লির পুজো৷ ৬৬তম বর্ষে ৬৬ পল্লির নিবেদন ‘তিলোত্তমা’-রেখায় রেখায় প্রাণের শহর৷ থিমশিল্পী পূর্ণেন্দু দের সৃজনে পুরনো কলকাতার নস্টালজিয়া ভারতীয় ও পাশ্চাত্য ধারার রেখাচিত্রে ধরা দেবে ৬৬ পল্লির পুজোপ্রাঙ্গণে৷ গত বছর থিমশিল্পী সৌরজিৎ বন্দ্যোপাধ্যায়ের সৃজনে হর্ষ পার্বণে মেতেছিল ৬৬ পল্লি৷ এবার পুরনো কলকাতার নস্টালজিয়ায় মজেছেন শিল্পী পূর্ণেন্দু দে৷

66-pally-3_web

এবার আসা যাক থিমের কথায়৷ শুধুমাত্র প্লাইউড এবং রং দিয়েই পুরনো কলকাতাকে রেখায় রেখায় ফুটিয়ে তুলেছেন শিল্পী৷ সেখানে আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, শহিদ মিনার, হাওড়া ব্রিজ, দ্বিতীয় হুগলি সেতু, কালীঘাট মন্দির, পুরনো জমিদারবাড়ি, উত্তর কলকাতার বিখ্যাত আড্ডার ঠেক রক সবই শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় জীবন্ত হয়ে উঠেছে৷ থ্রি-ডি ছবির দৌলতে আরও বেশি নস্টালজিক হয়ে পড়বেন পুজোপ্রেমীরা, আশা উদ্যোক্তাদের৷ আর রয়েছে সেকেল মন্দিরের আদরে ঠাকুরদালান৷ সেখানে বিরাজ করছেন সাবেকি মৃন্ময়ী৷ যোগ্যসঙ্গত সংগীতকার জয় সরকারের আবহ সংগীত৷ বাঙালিকে ফের পুরনো কলকাতার নস্টালজিয়ায় মাতাতে তৈরি ৬৬ পল্লি৷ পুজোপ্রেমীদের সেই শহরপ্রেমে কতটা মজবেন তা সময়ই বলবে৷

66-pally-2_web

ভিডিওয় দেখে নিন প্রস্তুতি পর্বের ঝলক-

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ