Advertisement
Advertisement

এবার পুজোয় শিল্পীর সাধন ভূমিতে নিয়ে যাবে আহিরীটোলা সর্বজনীন

শিল্পীর সাধনক্ষেত্রকে এবার মণ্ডপের আকার দিয়েছেন থিমশিল্পী পূর্ণেন্দু দে৷

Puja Preparation 2016: Ahiritola Sarbojanin
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 15, 2016 7:31 pm
  • Updated:September 15, 2016 7:31 pm

পুজো প্রায় এসেই গেল৷ পাড়ায় পাড়ায় পুজোর বাদ্যি বেজে গিয়েছে৷ সেরা পুজোর লড়াইয়ে এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ এমনই কিছু বাছাই করা সেরা পুজোর প্রস্তুতির সুলুকসন্ধান নিয়ে হাজির Sangbadpratidin.in৷ আজ দশম প্রতিবেদনে পড়ুন আহিরীটোলা সর্বজনীনের পুজো প্রস্তুতি৷

শুভময় মণ্ডল: শিল্পীকে কখনও চেতনা লাভের জন্য মন্দিরে যেতে হয় না৷ তাঁর মন্দির হল তাঁর কাজের জায়গা৷ যাঁকে আমরা বলি স্টুডিও৷ তাঁর শিল্প চর্চাই হল তাঁর পুজো, তাঁর সাধনা৷ সে যখন একাগ্রচিত্তে ছবি আঁকে বা মূর্তি গড়ে, তার মধ্যেই সে ঈশ্বর দর্শনের অনুভূতি লাভ করে৷ সেই আত্মমগ্নতাই তাঁর ধ্যান৷

Advertisement

ahiritola-sarbojanin-1_web

Advertisement

শিল্পীর সেই সাধনাকেই এবার পুজোমণ্ডপে ফুটিয়ে তুলছে আহিরীটোলা সর্বজনীন দুর্গোৎসব সমিতি৷ ৭৭ তম বর্ষে তাদের থিম ‘শিল্পীর সাধন ভূমি’৷ শিল্পীর সাধনক্ষেত্রকে এবার মণ্ডপের আকার দিয়েছেন থিমশিল্পী পূর্ণেন্দু দে৷ তাঁর সৃজনে আহিরীটোলার মণ্ডপ একটা গোটা স্টুডিওর রূপে ধরা দেবে৷ সর্বত্র বিভিন্ন ছবি, ভাস্কর্য দিয়ে শিল্পীর শৈলিকে তুলে ধরা হচ্ছে৷ তবে এখানে সবকিছুই অসম্পূর্ণ৷ অর্থাৎ শিল্পীর অসম্পূর্ণ শিল্পকর্মকেই রূপক হিসাবে এখানে সাধন ভূমির মধ্যে দেখানো হচ্ছে৷ এখানে কাল্পনিক শিল্পীর শৈলির বিষয়বস্তু হল দেবী দুর্গা৷ দুর্গার প্রতীক পদ্মফুলকে এখানে ব্যবহার করা হচ্ছে৷ শিল্পী পদ্মরূপী দুর্গাকে তাঁর ক্যানভাসে চিত্রিত করছে৷ ধীরে ধীরে বোঝা যাবে, শিল্পীর সাধন ভূমি তাঁর স্টুডিও রূপান্তরিত হয়েছে দেবী দুর্গার মন্দিরে৷ মূলত, টিন, প্লাইউড এবং মাটির উপর কাজ হচ্ছে গোটা মণ্ডপে৷ এছাড়াও রয়েছে অনেক চমক৷ তা ক্রমশ প্রকাশ্য৷

ahiritola-sarbojanin-2_web

গত বছর শিল্পী পূর্ণেন্দু দের সৃজনেই সেজে উঠেছিল আহিরীটোলার পুজোপ্রাঙ্গণ৷ এবারও তাঁর ভাবনা কতটা চমকপ্রদ হবে এখন তা সময়ই বলবে৷ বাকিটা জানতে আসতেই হবে এই পুজোয়৷

ভিডিওয় দেখে নিন প্রস্তুতি পর্বের ঝলক-

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ