Advertisement
Advertisement

Breaking News

অভিনব উৎসবের আনন্দে এবার পুজোয় মাতবে নূতন সংঘ

থিমশিল্পী প্রশান্ত পালের সৃজনে এবার উৎসবের আনন্দে মাতবে দেবতা ও মানুষ৷

Puja Preparation 2016: Behala Nutan Sangha
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 6, 2016 7:48 pm
  • Updated:September 6, 2016 8:16 pm

পুজো প্রায় এসেই গেল৷ পাড়ায় পাড়ায় পুজোর বাদ্যি বেজে গিয়েছে৷ সেরা পুজোর লড়াইয়ে এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ এমনই কিছু বাছাই করা সেরা পুজোর প্রস্তুতির সুলুকসন্ধান নিয়ে হাজির Sangbadpratidin.in৷ আজ পঞ্চম প্রতিবেদনে পড়ুন দক্ষিণের বেহালা নূতন সংঘের পুজো প্রস্তুতি৷

শুভময় মণ্ডল: উৎসব তো অনেক রকম হয়৷ কিন্তু এমন উৎসব আছে কি যেখানে মানুষের সঙ্গে শরিক হবেন দেব-দেবীরাও? বিশ্বাস না হলে একবার আপনাকে আসতেই হবে বেহালার নূতন সংঘের পুজোপ্রাঙ্গণে৷ থিমশিল্পী প্রশান্ত পালের সৃজনে এবার উৎসবের আনন্দে মাতবে দেবতা ও মানুষ৷ এবার নূতন সংঘের থিম ভাবনার কারিগর তিনি৷ তিনি এই থিমের নাম দিয়েছেন উৎসব৷ ৫৭ তম বর্ষে পুজোপ্রেমীদের নতুন কিছু উপহার দিতে চাইছেন নূতন সংঘের উদ্যোক্তারা এবং শিল্পী নিজে৷ তাই এই অভিনব উৎসবের ভাবনা৷

Advertisement

Behala-Nutan-Sangha-1_web

Advertisement

গত বছর থিমশিল্পী অনিমেষ দাসের সৃজনে প্রার্থনায় মেতেছিল বেহালা নূতন সংঘ৷ ছোট-বড় সবমিলিয়ে পাঁচটি পুরস্কার জিতেছিল নূতন সংঘ৷ এবারও উদ্যোক্তাদের আশা, মুকুটে বেশ কিছু পালক জুড়বে নূতন সংঘের৷

Behala-Nutan-Sangha-2_web

এবার আসা যাক থিমভাবনায়৷ উৎসবের আনন্দকে ফুটিয়ে তুলতে গোটা মণ্ডপে প্রচুর কাপড় ব্যবহার করেছেন শিল্পী৷ শাড়ি-সহ নানা ধরনের পোশাককে ব্যবহার করে মণ্ডপজুড়ে বিভিন্ন কারুকৃতি তৈরি করা হয়েছে৷ থিমের সঙ্গে সামঞ্জসং রেখে প্রতিমা গড়ছেন প্রশান্তবাবু নিজেই৷ উৎসবের আনন্দ কতটা পুজোপ্রমীদের মনে ধরবে এবার দেখার সেটাই৷

ভিডিওয় দেখে নিন প্রস্তুতি পর্বের ঝলক-

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ