Advertisement
Advertisement

Breaking News

পুজোয় মনসামঙ্গলের আঙ্গিকে উৎসবে মাতবে উল্টোডাঙা সংগ্রামী

দুর্গাপুজোয় এবার মনসামঙ্গল কাব্যের ভাবধারাকে নিজস্ব ভাবনায় বিভিন্ন আঙ্গিকের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন থিমমেকার সৌরজিৎ বন্দ্যোপাধ্যায়৷

Puja Preparation 2016: Ultodanga Sangrami
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 22, 2016 7:33 pm
  • Updated:September 22, 2016 7:39 pm

পুজো প্রায় এসেই গেল৷ পাড়ায় পাড়ায় পুজোর বাদ্যি বেজে গিয়েছে৷ সেরা পুজোর লড়াইয়ে এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ এমনই কিছু বাছাই করা সেরা পুজোর প্রস্তুতির সুলুকসন্ধান নিয়ে হাজির Sangbadpratidin.in৷ আজ পঞ্চদশ প্রতিবেদনে পড়ুন উল্টোডাঙা সংগ্রামীর পুজো প্রস্তুতি৷

শুভময় মণ্ডল: মনসামঙ্গল বা পদ্মাপুরাণ মধ্যযুগীয় বাংলা সাহিত্যের মঙ্গলকাব্য ধারার অন্যতম প্রধান কাব্য৷ অন্য দুই মঙ্গলকাব্য চণ্ডীমঙ্গল ও ধর্মমঙ্গলের থেকেও মনসামঙ্গল প্রাচীনতর৷ এমনটাই বলছে বাংলার সাহিত্যের ইতিহাস৷ সেই কবে কবি কানাহরি দত্তর কাব্যে বর্ণিত হয়েছিল অনার্য দেবী মনসার উপাখ্যান৷ তারপর আবহমানকাল ধরে গ্রাম্য বঙ্গ সংস্কৃতির সঙ্গে আষ্টেপৃষ্টে জড়িয়ে মনসামঙ্গলের কাহিনী৷ কাব্যের চরিত্র চাঁদ সদাগর, বেহুলা, লখিন্দরের কাহিনি আজও মুখে মুখে ফেরে বাংলার সর্বত্র৷ কাব্যের মূল চরিত্র দেবী মনসার আসল নাম পদ্মাবতী৷ আর সেই পদ্মাবতীই এবার উল্টোডাঙা সংগ্রামীর পুজোর মূল আকর্ষণ৷ নাহ, মনসাপুজো নয়, বরং মনসামঙ্গলের আঙ্গিকে দেবী দুর্গার আরাধনায় মাততে চলেছে সংগ্রামী৷ ৫৪ তম বর্ষে পা দিয়ে তাদের নিবেদন ‘পদ্মাবতী’৷

Advertisement

ultodanga-sangrami-1_web

Advertisement

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় এবার মনসামঙ্গল কাব্যের ভাবধারাকে নিজস্ব ভাবনায় বিভিন্ন আঙ্গিকের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন থিমমেকার সৌরজিৎ বন্দ্যোপাধ্যায়৷ তাঁর সৃজনেই এবার মনসামঙ্গল কাব্যকে সংগ্রামীর পুজোমণ্ডপে চাক্ষুষ করতে পারবেন পুজোপ্রেমীরা৷ পুজোপ্রাঙ্গণে এখন সাজো সাজো রব৷ দম ফেলার ফুরসত নেই শিল্পী ও তাঁর সহকর্মীদের৷ বাঁকুড়ার টেরাকোটা বা পোড়ামাটি শিল্পকে মণ্ডপের সর্বত্র দেখা যাবে৷ টেরাকোটার তৈরি প্রায় ২,০০০-এরও বেশি চালচিত্রওয়ালা মনসার ঘট গোটা মণ্ডপের মাটির খোপে বসানো হবে৷ সেই খোপের চারপাশে থাকবে আলপনা৷ সঙ্গে থাকবে মঙ্গলদীপ৷ গ্রামের মাটির বাড়ির মতো প্লাইউডের উপর প্লাস্টার অফ প্যারিস ও ওয়েদার কোট-এর কাজ করে দেওয়াল তৈরি করা হয়েছে৷ আর রয়েছে পশ্চিম মেদিনীপুরের পিংলার লোকশিল্পীদের সুনিপুন হাতের ছোঁয়ায় চিত্রিত পটচিত্র৷ সেই পটচিত্রে বর্ণিত হবে সমগ্র মনসামঙ্গল কাব্য৷ যেহেতু মনসা সর্বদেবী এবং ভারতের আদিবাসী ও অন্ত্যজ সমাজে সর্পদেবী মনসার পূজা সুপ্রচলিত ছিল তাই মাটির দেওয়ালের প্রত্যেকটি খোপে বসানো হবে টেরাকোটার সাপ৷ এছাড়াও গ্রামীণ মন্দিরের আদলে কাল্পনিক দেবীকক্ষ গঠন করেছেন শিল্পী৷ ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমা গড়ছেন মৃৎশিল্পী সনাতন পাল৷

ultodanga-sangrami-2_web

গত বছর থিমশিল্পী প্রশান্ত পালের সৃজনে মনের পবিত্রতার প্রয়াসে মেতেছিল সংগ্রামীর পুজো৷ এখনও পর্যন্ত ছোট-বড় সবমিলিয়ে বহু পুরস্কার ঝুলিতে ভরেছে উত্তরের এই নামজাদা পুজো৷ এবার পদ্মাবতীর আশীর্বাদে কতটা ধন্য হয় সংগ্রামীর পুজো সেটাই দেখার৷

ভিডিওয়ে দেখে নিন প্রস্তুতি পর্বের ঝলক-

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ