Advertisement
Advertisement

ফেয়ার প্রাইস শপ থেকে বিনামূল্যে মিলছে পিঁয়াজ

কেন এই নজিরবিহীন সিদ্ধান্ত?

Rain & rot make onions free
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 25, 2016 1:57 pm
  • Updated:August 25, 2016 1:57 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের গুদামগুলিতে প্রায় ৩.২৮ লক্ষ কুইন্টাল পিঁয়াজ নষ্ট হওয়ার পর হুঁশ ফিরল শিবরাজ চৌহ্বান সরকারের৷ রাজ্যবাসীকে বিনামূল্যে পিঁয়াজ বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার৷ এর ফলে কোষাগারে প্রায় ১০০ কোটি টাকার ক্ষতি হলেও কয়েক লক্ষ টন পিঁয়াজ অন্তত গুদামে পচে নষ্ট হবে না৷

চলতি বছরের মে মাস থেকেই পিঁয়াজের দাম পড়তে শুরু করেছে মধ্যপ্রদেশে৷ একে ভ্যাপসা গরম, অন্যদিকে প্রবল বর্ষার কারণে কৃষকদের গুদামে নষ্ট হচ্ছিল পিঁয়াজ৷ জুন মাসে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, কৃষকদের ক্ষতির বোঝা কমাতে রাজ্য সরকার ৬ টাকা প্রতি কিলো দরে কৃষকদের কাছ থেকে পিঁয়াজ কিনবে৷ প্রায় ১০ লক্ষ কুইন্টাল পিঁয়াজ কেনার পর সরকারি মজুতকরণ কেন্দ্রে রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন৷ কিন্তু পর্যাপ্ত জায়গার অভাবে পচতে শুরু করে ওই বিপুল পরিমাণ পিঁয়াজ৷

Advertisement

তারপরেই নজিরবিহীন সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার৷ ফেয়ার প্রাইস শপ থেকে বিনামূল্যে পিঁয়াজ বিলি শুরু করে প্রশাসন৷ রাজ্যের স্টেট কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশনের জেনারেল ম্যানেজার যোগেশ জোশী জানিয়েছেন, প্রতি কিলো পিঁয়াজের জন্য ক্রেতাদের থেকে থেকে মাত্র ১ টাকা পরিবহণ খরচ বাবদ নেওয়া হচ্ছে৷ সরকারি সিদ্ধান্তে মহা খুশি রাজ্যের মানুষ৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ