Advertisement
Advertisement

Breaking News

নির্বাচনের আগেই উত্তরপ্রদেশে রামায়ণ সংগ্রহশালার ঘোষণা

সংগ্রহশালার জন্য জমি বেছে নেওয়া হলেও এব্যাপারে মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী মহেশ শর্মা৷

 Ramayana Museum to Come Up at UP
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 17, 2016 11:32 am
  • Updated:October 17, 2016 11:32 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের মুখে উত্তরপ্রদেশে রামায়ণ সংগ্রহশালা তৈরির কথা ঘোষণা করল মোদি সরকার৷ ‘রাম জন্মভূমি’ অযোধ্যায় ইতিমধ্যেই এই সংগ্রহশালাটির জন্য ২৫ একর জমি পছন্দ করা হয়ে গিয়েছে৷ যে রামকোটে বাবরি মসজিদ ও রাম জন্মভূমি নিয়ে বিতর্ক রয়েছে, এলাকাটি সেখান থেকে ১৫ কিলোমিটার দূরে৷ জমিটি প্রাথমিকভাবে সংগ্রহশালার জন্য বেছে নেওয়া হলেও এব্যাপারে মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী মহেশ শর্মা৷ তিনি নিজে এসে এলাকাটি ঘুরে এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন৷ রামায়ণ নিয়ে কেন্দ্রের সংগ্রহশালা তৈরির এই পরিকল্পনা রামায়ণ সার্কিটের অন্তর্ভুক্ত হবে বলে জানিয়েছে কেন্দ্র৷

কী থাকছে এই সংগ্রহশালায়? জানা গিয়েছে, রামায়ণে বর্ণিত রামের জন্ম থেকে শুরু করে তাঁর জীবনের বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা বিশদে দেখানো হবে এই সংগ্রহশালায়৷ মডেল, ছবি, লাইট অ্যান্ড সাউন্ড, থ্রিডি ছাড়াও নানা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হতে পারে৷ তবে পুরো বিষয়টিই এখন পরিকল্পনার স্তরে৷

Advertisement

কেন্দ্রে তরফে জানানো হয়েছে, মঙ্গলবার রামায়ণ সার্কিট উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠক করবেন শর্মা৷ রাজ্যের ধর্মীয় নেতাদের সঙ্গেও এ ব্যাপারে আলোচনা করবেন তিনি৷ একইসঙ্গে নেপাল  এবং শ্রীলঙ্কার রামায়ণ বিষয়ক দেখার জায়গাগুলি যাতে সরাসরি অযোধ্যার সঙ্গে যুক্ত করা যায় সেব্যাপারেও কথা বলবেন শর্মা৷ অযোধ্যায় বা চিত্রকূট জেলায় আন্তর্জাতিক রামায়ণ কনক্লেভ আয়োজনের পরিকল্পনাও রয়েছে শর্মার৷ যেখানে অন্তত ১২টি দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন৷ তবে সে ব্যাপারে এখনই আলোচনা হচ্ছে না৷

কেন্দ্রে এই ঘোষণার সঙ্গে সঙ্গেই অবশ্য সমালোচনাও শুরু হয়েগিয়েছে৷ ওয়াকিবহাল মহলের মতে নির্বাচনের মুখে উত্তরপ্রদেশে এমন একটি ঘোষণা করে আদতে ভোটের রাজনীতি করছে বিজেপি৷ যদিও  কেন্দ্রে তরফে জানিয়ে দেওয়া হয়েছে এর সঙ্গে নির্বাচনের কোনও সম্পর্ক নেই৷ বহুদিন  ধরেই এ নিয়ে পরিকল্পনা চলছিল৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement