Advertisement
Advertisement
Rohit Sharma

‘অশ্বিনও মানুষ’, তারকা অফস্পিনারের পাশে রোহিত

হঠাৎ অশ্বিনের পাশে দাঁড়ালেন কেন রোহিত?

Rohit Sharma has come out in support of Ravichandran Ashwin

অশ্বিনের পাশে রোহিত। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:March 21, 2024 4:06 pm
  • Updated:April 16, 2024 4:48 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের তারকা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) ভূয়সী প্রশংসা করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। অশ্বিনের দিকে ধেয়ে আসা সমালোচকদের ঝড় রোহিত উড়িয়ে দিলেন পুল মেরে। নিন্দুকদের উদ্দেশে হিটম্যানের জবাব, ”অশ্বিনও তো মানুষ।”
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে মারাত্মক সমালোচনা ধেয়ে এয়েছিল অশ্বিনের দিকে। যদিও সিরিজে ২৬টি উইকেট নেন তিনি। সমালোচকরা তবুও ছাড়েননি ভারতের তারকা অফস্পিনারকে। বলা হয়েছিল, একদমই নিজের সেরা ছন্দে নেই অশ্বিন। প্রথম তিনটি টেস্টে পাঁচটি উইকেট সংগ্রহই করতে পারেননি তিনি। 

[আরও পড়ুন: ধোনি নন, আইপিএলে চেন্নাইয়ের নেতৃত্বে এই ভারতীয় তারকা!]

Advertisement

সেঞ্চুরি না করলে সমালোচিত হন কোহলি। ঠিক তেমনই পাঁচ উইকেট না পেলে একইভাবে নিন্দিত হন রোহিত। রাঁচিতে পাঁচটি উইকেট নেন অশ্বিন। ধরমশালাতেও পাঁচটি উইকেট নেন তিনি। টেস্ট ফরম্যাটে সব চেয়ে বেশিবার পাঁচ উইকেট নিয়ে অনিল কুম্বলেকেও ছাপিয়ে যান তিনি। অশ্বিনের পাশে দাঁড়িয়ে রোহিত ইনস্টাগ্রামে বলেছেন, ”রবি অ্যাশ…ওর কেরিয়ার ওর হয়ে কথা বলছে। ম্যাচের সেরা ও সিরিজ সেরার সম্মান কতবার জিতেছে সেটা দেখুন। পরিষ্কার করে বলতে চাই, টিম ইন্ডিয়ার হয়ে ম্যাচ উইনারও অশ্বিন। ভারতের মাটিতে যখন খেলা থাকে, তখন অশ্বিনই নিজের সেরাটা তুলে ধরে। তবে দেশের মাটিতে হোক বা বাইরে, সেটা বড় ব্যাপার নয়। একবার ভেবে দেখুন কী পরিমাণ চাপ ওকে বয়ে বেড়াতে হয়েছে।”

Advertisement

খেলোয়াড় জীবন খুব কঠিন। ভালো খেলতে না পারলেই ধেয়ে আসে সমালোচনার ঢেউ। রোহিত শর্মা সেব্যাপারে ওয়াকিবহাল। অশ্বিনের পাশে দাঁড়িয়ে হিটম্যান বলছেন, ”কোনও ইনিংসে উইকেট না পেলে মানুষ বলতে শুরু করেন, ও ভালো বল করতে পারছে না। এটা হচ্ছে, ওটা হচ্ছে…। আরে ভাই, ও তো মানুষ। দিনের শেষে অশ্বিন নিজের সেরাটাই দেওয়ার চেষ্টা করে। কী দুর্দান্ত পারফর্মার অশ্বিন। প্রতিটি সিরিজে পারফর্ম করে যাওয়া কঠিন ব্যাপার। সেই কঠিন কাজটাই করে গিয়েছে অশ্বিন।”

[আরও পড়ুন : টেস্ট খেলার কৃতিত্ব সরফরাজের বাবারও প্রাপ্য, কেন এমন বলছেন রোহিত?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ