Advertisement
Advertisement

পাঞ্জাবে গুলিবিদ্ধ প্রবীণ আরএসএস নেতা

আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল৷

RSS Punjab vice-president shot, Condition stable
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 7, 2016 1:26 pm
  • Updated:August 7, 2016 1:32 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঞ্জাবে গুলিবিদ্ধ হলেন প্রবীণ আরএসএস নেতা জগদীশ গগনজা৷ শনিবার রাতে দুই দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়৷ সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান এই নেতাকে৷

শনিবার রাত ন’টা নাগাদ পরিবারের সঙ্গে কেনাকেটা সেরে বাড়ি ফিরছিলেন প্রাক্তন এই ব্রিগেডিয়ার৷ বিশেষ কারণে গাড়ি থেকে নামামাত্র তাঁকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা৷ পরপর গুলিতে লুটিয়ে পড়েন তিনি৷ এরপর  শূন্যে গুলি চালিয়ে পথচারীদের সন্ত্রস্ত করে বাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা৷ সংকটজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয় নিকটবর্তী প্যাটেল হাসপাতালে৷ সূত্রের খবর, বুলেট শরীর থেকে বের করার পর আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল৷

Advertisement

ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি৷ তবে বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷ পাঞ্জাব প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি অমরিন্দর সিং প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘আরএসএস-এর আদর্শের সঙ্গে কেউ সহমত নাই হতে পারেন, কিন্তু তা বলে এ ধরনের আক্রমণের ঘটনা মেনে নেওয়া যায় না৷ গণতান্ত্রিক দেশে সকলেরই নিজস্ব মতামত জানানোর অধিকার আছে৷’ পাঞ্জাবে আরএসএস ও বিজেপির মধ্যে যোগসূত্রতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন বর্ষীয়ান এই নেতা৷ তাঁর উপর এই আক্রমণে তাই ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠছে৷ আরএসএস-এর অভ্যন্তরে অন্তর্দ্বন্দ্বের সম্ভাবনার কথাও তুলছেন কেউ কেউ৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ