Advertisement
Advertisement

এবার ‘বিউটিফুল বেঙ্গল’-এর বিজ্ঞাপনে শাহরুখ

‘এক্সপিরিয়েন্স বেঙ্গল’ ট্যাগ লাইনে পর্যটকদের কাছে বাংলাকে তুলে ধরবেন রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর৷

Shahrukh Khan will advertise Beautiful Bengal by new video
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 17, 2016 10:51 am
  • Updated:June 5, 2023 7:28 pm

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: পাহাড়ের রানি দার্জিলিং থেকে রয়াল বেঙ্গলের সুন্দরবন৷ সৈকত নগরী দিঘা-মন্দারমণি থেকে সবুজ ডুয়ার্স৷ ছৌয়ের পুরুলিয়া থেকে চৈতন্যদেবের নদিয়া৷ ‘বিউটিফুল বেঙ্গল’-কে ‘এক্সপিরিয়েন্স বেঙ্গল’ ট্যাগ লাইনে দেশ-বিদেশের পর্যটকদের কাছে তুলে ধরবেন রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খান৷ আরও ব্যাপকভাবে বাংলার পর্যটনকে বিশ্বের দরবারে তুলে ধরতেই বলিউডের বাদশাকে দিয়ে বিজ্ঞাপন করাচ্ছে রাজ্য সরকার৷

আগামী বছরের একেবারে শুরু থেকেই এই বিজ্ঞাপন প্রচারিত হবে৷ পর্যটন নিয়ে রাজ্যের এই বিজ্ঞাপনের বিষয়টি একেবারে নিজে তদারকি করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন, “আগামী জানুয়ারি মাস থেকে এই বিজ্ঞাপন চলবে৷ বিশ্ববাংলা গ্লোবাল সামিটে এই বিজ্ঞাপন প্রকাশ করা হবে৷ গোটা বিষয়টি মুখ্যমন্ত্রী দেখছেন৷”

Advertisement

ইতিমধ্যে বাংলার পর্যটন বিকাশে ওয়েবসাইটের মাধ্যমে প্রচারকেও তুঙ্গে তুলেছে রাজ্য৷ বেঙ্গল টুরিজম নামে একটি অ্যাপও চালু করেছে৷ সোশ্যাল মিডিয়া-সহ বিভিন্ন মাধ্যমে বাংলার অফবিট পর্যটন কেন্দ্রগুলিকেও সামনে আনা হচ্ছে৷ রাজ্যের ২০টি  টুরিস্ট স্পটকে পৃথক-পৃথকভাবে প্রচার পুস্তিকার মাধ্যমে হাতের নাগালে পৌঁছে দিচ্ছে পর্যটন বিভাগ৷ শাহরুখ খানকে দিয়ে প্রতিটি স্পটকে তুলে ধরা হবে৷ পর্যটন বিভাগের অধিকর্তা রজত বসু বলেন, “ রূপসী বাংলাকে বিদেশের কাছে আরও ভালভাবে তুলে ধরতেই আমরা এইসব পদক্ষেপ নিয়েছি৷”

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ