Advertisement
Advertisement

Breaking News

‘অগ্নিকন্যা’র পুজোয় মাতবে কেন্দুয়া শান্তি সংঘ

‘আই গিরি’ দুর্গামন্ত্রের সঙ্গে ইতিহাস ও বর্তমানের নারী নির্যাতনের কাহিনি মিলেমিশে একাকার হয়েছে৷

Shakti Sangha will worship 'Agnikanya'
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 4, 2016 6:09 pm
  • Updated:October 4, 2016 7:51 pm

উর্মি খাসনবিশ: লঙ্কা জয় করে ফেরার পরও সীতাকে অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজের সতীত্বের প্রমাণ দিতে হয়েছিল৷ পঞ্চস্বামীর কথা রাখতে গিয়ে ইজ্জত নিলামে উঠেছিল দ্রৌপদীর৷ দেওর দুঃশাসন ভরা রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিল৷ সিঁথির সিঁদুর অক্ষত রাখতে গিয়ে বেহুলাকেও অনেক পরীক্ষায় বসতে হয়েছিল৷ অহল্যাও সন্দেহের বশে শাপগ্রস্ত হয়েছিলেন৷ কন্যাভ্রূণ এখনও গোনে ধ্বংসের প্রহর৷

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়কেও লড়াই করতে হয়েছে৷ সততার আগুনে কুৎসা-অপপ্রচারের অসুরকে বধ করেছেন বাংলার অগ্নিকন্যা৷ নারীর মধ্যে লুকিয়ে থাকা এই আগুনেই শুদ্ধ হোক সমাজের মন৷ এই ভাবনা নিয়েই কেন্দুয়া শান্তি সংঘের শারদোৎসবের থিম ‘তবুও অগ্নিকন্যা’৷  গাছের ডাল-ছাল দিয়ে চোখ জুড়ানো মণ্ডপ তৈরি করেছেন সব্যসাচী পাল৷ কাচের ত্রিশূলের শক্তিপুঞ্জ থেকে জন্ম নেওয়া কন্যাভ্রূণরা আকাশপথে মিশছে দশভূজায়৷ দুর্গার হাতে থাকছে আধুনিক গ্যাজেট৷ মণ্ডপে থাকছে মহাশ্বেতাদেবী ও মমতা বন্দ্যেপাধ্যায়ের মূর্তি৷ থিমসঙ্গীত বেঁধেছে বাংলা ব্যান্ড ‘জোয়ার’৷ ‘আই গিরি’ দুর্গামন্ত্রের সঙ্গে ইতিহাস ও বর্তমানের নারী নির্যাতনের কাহিনি মিলেমিশে একাকার হয়েছে৷

Advertisement

পাশাপাশি, গাঙ্গুলিবাগানের রবীন্দ্রপল্লি পুজো কমিটির মণ্ডপ এবার সেজেছে লন্ডনের মাদাম তুসোর মিউজিয়ামের আদলে৷ মণ্ডপে প্রবেশ করলে দেখা মিলবে বিশ্বের সব তাবর নক্ষত্রদের৷ কে নেই সেখানে? অমিতাভ বচ্চন থেকে শুরু করে লিও মেসি, একে একে সবার সঙ্গে সেরে নিতে পারেন পরিচয়৷ তুলতে পারেন সেলফি৷ মণ্ডপে ৫৫টি মূর্তির মধ্যে রয়েছে সেলেবদের৷ অমিতাভ বচ্চন থেকে সলমন খান, মাদার টেরিজা থেকে ইন্দিরা গান্ধী, হিটলার থেকে জর্জ বুশ, ব্রায়ান লারা থেকে তেণ্ডুলকর, মেসি থেকে রোনাল্ডো, কেউ যেন বাদ নেই সেখানে৷ মণ্ডপে প্রবেশ করার সঙ্গে সঙ্গে শুনতে পাবেন বিগ বি’র গলায় বিখ্যাত বলিউডের ডায়লগ৷ সেই সঙ্গে পছন্দের তারকাদের সঙ্গে দেদার ‘সেলফি’ তোলার সুযোগও মিলবে৷ এই ‘সেলফি’ পুজো নিয়ে ইতিমধ্যেই শহরজুড়ে তীব্র উন্মাদনা তৈরি হয়েছে৷

Advertisement

সেলফি এবং তারকাখচিত পুজো দেখে আনন্দে আত্মহারা হলেও, মণ্ডপের বাইরে থাকছে সেলফি সংক্রান্ত প্রয়োজনীয় টোটকা৷ সেলফি তুললে মন ভাল থাকে৷ তবে তা যেন নেশার পর্যায়ে না যায়৷ দিনে ছ’টার বেশি সেলফি তোলা উচিত নয়৷ সতর্ক করা হয়েছে সেলফাইটিস রোগ নিয়েও৷ ভাবনা ও পরিকল্পনায় পুজো কমিটির সম্পাদক উত্তম সাহা৷ ‘জোয়ার’-এর থিম সঙ্গীতের সঙ্গে শাহরুখ, ইন্দিরা গান্ধীর কণ্ঠও ঘুরে বেড়াবে মিউজিয়ামে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ