Advertisement
Advertisement

পাক-সীমান্ত ও সৈকতনগরীতে নজিরবিহীন সতর্কতা কেন্দ্রের

দুর্গের চেহারা লালকেল্লার, মোতায়েন প্যারাগ্লাইডার, উড়বে ড্রোন৷

Shielding Red Fort for Independence Day: Multi-tier security ring with drone detectors, paragliders
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 13, 2016 4:00 pm
  • Updated:August 13, 2016 4:00 pm

সংবাদ প্রতিদিন ব্যুরো: স্বাধীনতা দিবসে জঙ্গিহানার আশঙ্কায় দেশজুড়ে কড়া সতর্কতা জারি করল কেন্দ্রীয় সরকার৷ পাকিস্তান, বাংলাদেশ সীমান্ত ছাড়াও সৈকত নগরীগুলিতে বাড়তি প্রহরা৷ বাংলাদেশে তিন দফায় জঙ্গি হামলা, ফ্রান্সে নাশকতার পর গোয়া, পুরী, দিঘার মতো পর্যটনকেন্দ্রগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে৷ কারণ, ছুটিতে এই জায়গাগুলিতে পর্যটকদের ব্যাপক সমাগম হবে৷

সাম্প্রতিক সময়ে জঙ্গিরা বারবার নিশানা করছে সাধারণ মানুকে৷ সীমান্ত পেরিয়ে বেশ কয়েকজন জঙ্গি ভারতে ঢুকেছে বলে খবর রয়েছে৷ সেই কারণেই ১৫ আগস্ট বড় রকমের হামলা হতে পারে বলে আশঙ্কা৷ পশ্চিমবঙ্গ-সহ সবক’টি রাজ্যকে সতর্ক করেছে কেন্দ্র৷ শনিবার রাত থেকে সাত স্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হবে দিল্লি৷ ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রক সতর্ক করেছে ভারত ও পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের সময় ভারত-পাক সীমান্তে ভয়াবহ আত্মঘাতী হামলা চালানোর ছক কষছে তালিবান৷

Advertisement

কোকরাঝাড়ে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা আরও জোরদার করেছে বাংলা ও অসম প্রশাসন৷ সীমান্তে হাই অ্যালার্ট জারির পাশাপাশি নাশকতা ও জঙ্গি তৎপরতা রুখতে বেশ কিছু কঠোর পদক্ষেপ করা হয়েছে৷ শনিবার অসমের কার্বি আলং জেলায় পুলিশ স্টেশনে জঙ্গি হামলায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে৷ এক অসম ব্যাটালিয়নের কমান্ডোর মৃত্যু হয়েছে৷ কেপিএলডি গোষ্ঠী এই নাশকতা চালিয়েছে বলে সন্দেহ৷

Advertisement

আগামী সোমবার লালকেল্লায় ‘বুলেটপ্রুফ এনক্লোজার’ থেকে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেখানে ৪০ হাজার নিরাপত্তারক্ষী মোতায়েন থাকবেন৷ কলকাতায় নাশকতা রুখতে বৃহস্পতিবার থেকেই শহরের প্রতিটি প্রবেশ পথ ঘিরে ফেলেছে পুলিশ৷ রেড রোডের নিরাপত্তায় নামে কলকাতা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ৷ রাস্তায় টহল দিচ্ছে বিস্ফোরক বিশেষজ্ঞ কুকুর৷ অন্যদিকে পাকিস্তান, বাংলাদেশ ও নেপাল বা ভুটান সীমান্ত পেরিয়ে জঙ্গিরা অনুপ্রবেশ করতে পারে, এই আশঙ্কায় বিশেষ সতর্কতামূলক ব্যবস্হা নিয়েছে বিএসএফ ও সশস্ত্র সীমা বল (এসএসবি)৷ এসএসবি জানিয়েছে, তাদের শিলিগুড়ি ফ্রণ্টিয়ার প্রত্যেকটি সীমান্ত চৌকিকে বিশেষভাবে সতর্ক করেছে৷ দেশের প্রতিটি সীমান্তবর্তী এলাকায় জারি রয়েছে হাই অ্যালার্ট৷

২৬/১১-র ধাঁচে জঙ্গি হামলার আঁচ পেয়ে গতবারের তুলনায় নিরাপত্তা আরও তিনগুণ কঠোর করা হয়েছে৷ সূত্রের খবর, জঙ্গিরা আকাশপথে হামলা চালাতে পারে৷ হামলার নিশানায় রয়েছেন রাজনৈতিক নেতারা৷ দিল্লিতে লালকেল্লা, শপিং মলে হামলা হতে পারে৷ সোমবার প্রতি ৪০ মিটার অন্তর সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন থাকবে৷ মুম্বই, কলকাতা, পাঞ্জাব, চেন্নাই, বেঙ্গালুরু-সহ দেশের প্রতিটি বড় শহরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে৷

পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ কাশ্মীর প্রসঙ্গে একাধিকবার উস্কানিমূলক মন্তব্য করেছেন৷ তাঁর বিতর্কিত মন্তব্যের জেরে স্বাধীনতা দিবসের ঠিক আগে দু’দেশের কূটনৈতিক সম্পর্কে আঁচ পড়েছে৷ যার জেরে কাশ্মীর পরিস্থিতি রীতিমতো তপ্ত৷ কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে খবর রয়েছে, ইতিমধ্যেই সীমান্ত এলাকায় বেশ কিছু প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গি লুকিয়ে রয়েছে৷ যাদের মধ্যে আত্মঘাতী মহিলা জঙ্গিও রয়েছে৷ এই পরিস্থিতিতে কাশ্মীরের বিভিন্ন অঞ্চল, পাঞ্জাবের বিভিন্ন এলাকায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷ অসমে নাশকতা ঘটিয়ে উত্তরবঙ্গ দিয়ে জঙ্গিদের এ রাজ্যে ঢুকে পড়ার আশঙ্কা থাকায় আলিপুরদুয়ারের বিভিন্ন এলাকায় কড়া নিরাপত্তা জারি করা হয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ