Advertisement
Advertisement

ইউকে ভিসা বাতিল আমজাদ আলি খানের, বিরক্ত শিল্পী

বিখ্যাত সরোদ শিল্পী টুইট করে জানিয়েছেন তাঁর লন্ডনের ভিসার আবেদন বাতিল করা হয়েছে সে দেশের পক্ষ থেকে৷

‘Shocked and appalled’: Ustad Amjad Ali Khan tweets after UK visa rejection
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 12, 2016 8:51 pm
  • Updated:August 12, 2016 8:51 pm

 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতকালই মার্কিন মুলুকের বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল শাহরুখ খানকে। বর্ণবৈষম্য না জাতিবৈষম্য থেকে এমন করা হল সেই প্রশ্ন নিয়ে এখনও বিস্ময় কাটেনি দেশবাসী৷

Advertisement

এবার তার ঠিক ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই প্রকাশ্যে এল আমজাদ আলি খানের টুইট৷ বিখ্যাত সরোদ শিল্পী টুইট করে জানিয়েছেন তাঁর লন্ডনের ভিসার আবেদন বাতিল করা হয়েছে সে দেশের পক্ষ থেকে৷

Advertisement

আগামী মাসে তাঁর রয়্যাল ফেস্টিভ্যাল হলে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা ছিল৷ আর সেই জন্যই লন্ডনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ৭০ বছরের এই সরোদ শিল্পী৷ কিন্তু তাঁর এই প্রস্তুতিতেই কার্যত জল ঢালল ব্রিটিশ প্রশাসন৷

Untitled

ঘটনাটি নিয়ে খুবই বিরক্ত শিল্পী টুইটারে নিজের এই অবস্থার কথা লিখে জানিয়েছেন, “খুবই বিস্মিত এবং হতভম্ব৷ ইউকে ভিসা বাতিল করা হয়েছে৷ সেপ্টেম্বর মাসে সেখানে রয়াল ফেস্টিভাল হলে অনুষ্ঠান করার কথা ছিল৷”

এই টুইটটিতে শিল্পী বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের দৃষ্টি আকর্ষণেরও চেষ্টা করেছিলেন শিল্পী৷ এর পাশাপশি অপর একটি টুইটে তিনি জানিয়েছেন, “যে সকল শিল্পীরা পৃথিবী জুড়ে শান্তি ও ভালবাসার কথা ছড়াচ্ছেন, তাঁদের জন্য খারাপ লাগছে৷”

১৯৭০ সাল থেকে পৃথিবীর বিভিন্ন দেশে অনুষ্ঠান করেছেন শিল্পী৷ কিন্তু হঠাৎ করে ভিসা বাতিল হয়ে যাওয়ায় বেশ বিরক্ত হয়েছেন শিল্পী৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ