Advertisement
Advertisement

পাহাড়ে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ

তবে শুধু দার্জিলিং শহর নয়, গোটা জেলাতেই প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন৷

smoking is prohibited in Darjeeling
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 17, 2016 9:55 am
  • Updated:August 17, 2016 9:55 am

স্টাফ রিপোর্টার, শিলিগুড়ি: শৈলশহর দার্জিলিংয়ে বেড়াতে গিয়ে ম্যালে বসে সিগারেটে সুখটান! এবার থেকে আর হচ্ছে না সেটা৷ চুপিসারে কেউ চেষ্টা করতে গিয়ে ধরা পড়লে টাকার অঙ্কে গুনতে হবে জরিমানা৷ শুধু ধূমপান নয়৷ ম্যালে বসে চলবে না তামাক-গুটকার নেশাও৷ স্কুল-কলেজের দু’শো মিটারের মধ্যে কোনও দোকানে বিক্রি করা যাবে না তামাকজাত সামগ্রী৷

তবে শুধু দার্জিলিং শহর নয়, গোটা জেলাতেই প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন৷ ১৫ আগস্ট থেকে জেলায় প্রকাশ্য ধূমপান নিয়ন্ত্রণে শুরু হয়েছে প্রশাসনিক অভিযান৷ নেওয়া হচ্ছে কড়া ব্যবস্থা৷ নির্দেশিকা জারির পরও প্রকাশ্যে ধূমপান করতে গিয়ে মঙ্গলবার ১২ জন ধরা পড়ে পুলিশের হাতে৷ তাদের কাছ থেকে আদায় করা হয়েছে মাথাপিছু দু’শো টাকা জরিমানা৷ দার্জিলিংয়ের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব বলেন, “মূলত দূষণ এড়াতেই গোটা জেলায় প্রকাশ্যে ধূমপান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ দার্জিলিংয়ের ম্যালে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে৷ নির্দেশ ভেঙে সেখানে কেউ প্রকাশ্যে ধূমপান করলে চটজলদি আইনি ব্যবস্থা নেওয়া হবে৷ পর্যটকদেরও রেয়াত করা হবে না৷”

Advertisement

দার্জিলিং পাহাড়-সহ জেলার বিভিন্ন এলাকায় প্রকাশ্য ধূমপান ও তামাকের বিরুদ্ধে এদিন প্রশাসনিক অভিযান হয়৷ নজরদারিতে গড়া হয়েছে বিশেষ কমিটি৷ পুলিশ-প্রশাসন ও স্বাস্থ্য দফতরের প্রতিনিধিকে রাখা হয়েছে ওই কমিটিতে৷ নির্দেশিকায় বলা হয়েছে, প্রকাশ্যে ধূমপান করলে জরিমানা হবে দু’শো টাকা৷ একাধিকবার নির্দেশ লঙ্ঘন করলে হতে পারে হাজতবাসও৷ শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে তামাকজাত দ্রব্য বিক্রি করলে জরিমানা দু’হাজার টাকা৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ