Advertisement
Advertisement

কর ফাঁকির অভিযোগে ২১ মাসের জেল মেসির

বুধবার মেসিকে কর ফাঁকির তিনটি মামলায় দোষী স্বাব্যস্ত করে এই সাজা শোনাল বার্সেলোনার একটি আদালত৷ একই শাস্তি পেলেন এলএম টেনের বাবা জর্জও৷

Spanish court sentences Messi to 21 months in jail for tax fraud
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 6, 2016 5:33 pm
  • Updated:July 6, 2016 5:33 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক ফুটবল থেকে সবে বিদায় নিয়েছেন৷ তাঁর অবসরের ধাক্কাই এখনও সামলে উঠতে পারেনি গোটা বিশ্ব৷ তারই মধ্যে নয়া বিপাকে পড়লেন লিওনেল মেসি৷ কর ফাঁকি মামলায় অভিযুক্ত মেসিকে ২১ মাসের জেল হেফাজতের নির্দেশ দিল স্প্যানিশ আদালত৷

বুধবার মেসিকে কর ফাঁকির তিনটি মামলায় দোষী স্বাব্যস্ত করে এই সাজা শোনাল বার্সেলোনার একটি আদালত৷ একই শাস্তি পেলেন এলএম টেনের বাবা জর্জও৷

Advertisement

রয়টার্স সূত্রে খবর, তিনটি মামলা মিলিয়ে মোট ৩১১ কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন বার্সা সুপারস্টার৷ এই অপরাধের জন্য আর্জেন্টাইন ফুটবলারকে ১৫ কোটি টাকা ও তাঁর বাবাকে আনুমানিক ১২ কোটি টাকা জরিমানা করেছে আদালত৷

Advertisement

মেসির জেল হেফাজতের খবর শুনে মুষড়ে পড়েছেন তাঁর ভক্তরা৷ তাঁদের জন্য সান্ত্বনা একটাই৷ স্প্যানিশ আইন অনুযায়ী, কোনও ব্যক্তির দু’বছর বা তার কম সময়ের জন্য জেল হলে, সাজাপ্রাপ্ত প্রোবেশনে থাকতে পারে৷ অর্থাৎ, মেসি ও তাঁর বাবাকে হয়তো জেলে যেতে হবে না৷ আদালতের এই রায়ের বিরুদ্ধে স্প্যানিশ সুপ্রিম কোর্টে আবেদন জানাতে পারেন মেসি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ