Advertisement
Advertisement

টাটার সঙ্গে কোনও বিরোধিতা নেই, স্পষ্ট জানালেন শ্রমমন্ত্রী

স্টাফ রিপোর্টার: কোনও শিল্পসংস্থা, শিল্পপতির সঙ্গে রাজ্যের কোনও বিরোধিতা নেই৷ রাজ্য উন্নয়ন চায়৷ শিল্প চায়৷ শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত রাখতে চায়৷ শুক্রবার সিআইআইয়ের এক আলোচনায় এই কথা জানিয়ে দিলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক৷ মলয়বাবু জানান, রাজ্যে সব চেয়ে বেশি সমস্যা ছিল পাট ও চা শিল্পে৷ সেই সমস্যা কাটিয়ে অত্যন্ত স্বাস্থ্যকর অবস্থায় রয়েছে এই দুই ক্ষেত্র৷আরও পড়ুন:২০ টাকা […]

state Labour minister Moloy Ghatak said welcome to Tata
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 20, 2016 9:58 am
  • Updated:August 20, 2016 2:12 pm  

স্টাফ রিপোর্টার: কোনও শিল্পসংস্থা, শিল্পপতির সঙ্গে রাজ্যের কোনও বিরোধিতা নেই৷ রাজ্য উন্নয়ন চায়৷ শিল্প চায়৷ শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত রাখতে চায়৷ শুক্রবার সিআইআইয়ের এক আলোচনায় এই কথা জানিয়ে দিলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক৷ মলয়বাবু জানান, রাজ্যে সব চেয়ে বেশি সমস্যা ছিল পাট ও চা শিল্পে৷ সেই সমস্যা কাটিয়ে অত্যন্ত স্বাস্থ্যকর অবস্থায় রয়েছে এই দুই ক্ষেত্র৷

শ্রম দফতরের রাষ্ট্রমন্ত্রী জাকির হোসেন বলেন, “আমরা চাই টাটার মতো সংস্থা রাজ্যে শিল্প গড়ুক৷” এই কথার জেরে মলয়বাবুকে প্রশ্ন করা হলে তিনি জানান, কারও সঙ্গে রাজ্যের কোনও বিরোধিতা নেই৷ এদিনের সভায় সিটুর রাজ্য সভাপতি শ্যামল চক্রবর্তী, সাংসদ দোলা সেন, কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা রমেন পাণ্ডে ছিলেন৷ দোলা সেন বলেন রাজ্যে শ্রম দিবস নষ্ট হয় না৷ কিন্তু একটা কথা মালিকপক্ষকে ভাবতে হবে, যখন খুশি কাজ বন্ধের নোটিস দেওয়া চলবে না৷ শ্রমিকদের স্বার্থ দেখাটাও তাঁদের কাজ৷ মলয়বাবু জানান, কোনও সমস্যা হলে এক থেকে দুই দিনের মধ্যে আলোচনার মাধ্যমে আমরা তা মিটিয়ে ফেলি৷ বিশেষ করে পাট ও চা-শিল্পে একের পর এক দ্বিপাক্ষিক বৈঠক করে আমরা অনেক সমস্যার সমাধান করেছি৷ কোনও শিল্পের জটিলতা জিইয়ে রাখিনি৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement