Advertisement
Advertisement

ধৃত আইএস-এ ভারতীয় নিয়োগের চাঁই

জঙ্গি দলে নাম লেখলে মিলত ১ হাজার ডলার...

Suspected ISIS recruiter was arrested from Kuwait
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 6, 2016 4:42 pm
  • Updated:August 6, 2016 5:02 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় যুবকদের উস্কানি দিয়ে ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনে ভিড়িয়ে দিত আবদুল্লা হাদি৷ এনআইএ-র অভিযোগ পেয়ে তদন্তে নেমে শনিবার কুয়েত প্রশাসন তাকে গ্রেফতার করল৷ ধৃত আবদুল্লা হাদি আবদুল রহমান আল এনেজি কুয়েতের নাগরিক৷ তার বিরুদ্ধে আইএস দলে যুবকদের ‘রিক্রুট’ করার অভিযোগ উঠেছে৷ এই প্রথম আন্তর্জাতিক স্তরে এক সন্দেহভাজনকে ভারতীয় যুবকদের আইএস মন্ত্রে দীক্ষিত করার অভিযোগে গ্রেফতার করা হল৷

এনআইএ সূত্রে খবর, এই হাদি রহমানই ভারত থেকে সিরিয়ায় যাওয়ার জন্য যুবকদের অর্থ সরবরাহ করত। ২০১৪ সালে এ দেশ থেকে ইসলামিক স্টেট জঙ্গি দলে নাম লেখানো প্রথম ভারতীয় যুবকদের ব্যাচ পাঠিয়েছিল এই হাদিই। আরিব মজিদ, ফাহাদ শেখ, সাহিম তাঁকি ও আমন্দ তান্দেলকে সিরিয়া পাঠিয়েছিল হাদি। সূত্রের খবর, কুয়েত প্রশাসনকে হাদি সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছিল এনআইএ। ভারতীয় তথ্য-প্রমাণ পেয়েই তৎপর হয় কুয়েত প্রশাসন।

Advertisement

মুম্বয়ের কল্যাণ থেকে ২০১৪ সালের মে মাসে আরিব-সহ চার বন্ধু সিরিয়া পাড়ি দেয়। নভেম্বরে দেশে ফিরে আসতেই পুলিশ তাদের গ্রেফতার করে। পুলিশি জেরার মুখে আরিব স্বীকার করে, ইরাকে অর্থের অভাবে যখন তারা আটকে পড়েছিল সে সময় রহমান দৌলতি নাম এক ব্যক্তির মাধ্যমে হাদির মোবাইল নম্বর পায় আরিবরা। হাদি তাদের জঙ্গি দলে নাম লেখাতে উদ্বুদ্ধ করে, বিনিময়ে যুবকদের এক হাজার করে মার্কিন ডলার দেয়। কুয়েত প্রশাসন এদিন তাকে শুধু গ্রেফতারই করেনি, ভারতকে তার ইতিহাস, আইএস যোগ সম্পর্কে জাবিতী তথ্য সরবরাহেরও আশ্বাস দিয়েছে বলে খবর।

Advertisement

সূত্রের খবর, তার মাথার উপর হাত ছিল আইএস রিক্রুটার আরিব মাজিদের৷ সংবাদসংস্থা সূত্রে খবর, জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ-র হাতে তুলে দেওয়া হবে হাদিকে৷ তাকে জেরা করে এ দেশে জঙ্গি ঘাঁটি ও কার্যকলাপ সংক্রান্ত নানা তথ্য জানতে চাইবেন কেন্দ্রীয় গোয়েন্দারা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ