Advertisement
Advertisement

সন্ত্রাসবাদের শিকার খোদ ইসলামি তীর্থ মদিনা

মদিনা শহরে মসজিদের বাইরে পার্কিং লটে বিস্ফোরণ ঘটে৷ সৌদির আল-আরবিয়া চ্যানেলের খবর, এই বিস্ফোরণে তিন জন আত্মঘাতী জঙ্গি এবং দু’জন নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে৷

Terrorist attack  in Medina
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 5, 2016 8:56 am
  • Updated:July 5, 2016 8:56 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একই দিনে সৌদি আরবের পর পর তিন শহরে ঘটল আত্মঘাতী বিস্ফোরণ৷ সোমবার জেড্ডায় মার্কিন দূতাবাসের সামনে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটে৷ ঘটনায় দুই নিরাপত্তারক্ষী আহত হয়েছেন৷ এর পর মদিনা শহরে মসজিদের বাইরে পার্কিং লটে বিস্ফোরণ ঘটে৷ সৌদির আল-আরবিয়া চ্যানেলের খবর, এই বিস্ফোরণে তিন জন আত্মঘাতী জঙ্গি এবং দু’জন নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে৷ যদিও অন্য সূত্রের খবর, শুধুমাত্র জঙ্গিদেরই মৃত্যু হয়েছে৷ প্রসঙ্গত মদিনার এই মসজিদটিতে চিরশয়ানে শায়িত রয়েছেন হজরত মহম্মদ৷ এদিনের তৃতীয় বিস্ফোরণটি ঘটেছে শিয়া-অধ্যুষিত কাতিফ শহরে৷ এখানেও একটি মসজিদের বাইরে বিস্ফোরণ ঘটেছে৷ জেড্ডায় বিস্ফোরণের দায় কেউ স্বীকার না করলেও সন্দেহের তির যথারীতি আইএস-এর দিকেই৷ আমেরিকার স্বাধীনতা দিবসেই পর পর বিস্ফোরণে উদ্বিগ্ন মার্কিন রাজনৈতিক মহল৷
সোমবার সেহরির পর ফজরের নমাজের (ভোরের প্রার্থনা) একটু আগে ভোর চটো ১৫ নাগাদ ঘটে বিস্ফোরণটি৷ মার্কিন দূতাবাসের সামনে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি উড়িয়ে দেয় ওই আত্মঘাতী ব্যক্তি৷ প্রথমটির বেশ কয়েক ঘন্টা পরই আরও তিনটি বিস্ফোরণ ঘটে৷ দূতাবাসে কর্মরত আধিকারিকদের সঙ্গে সেই মুহূর্তে যোগাযোগ করা না গেলেও জানা যায়, তাঁরা আহত হননি৷ তবে সৌদির অভ্যন্তরীণ মন্ত্রক মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ জারি রাখার চেষ্টা করছে৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ