Advertisement
Advertisement

Breaking News

পাঁচ ঘণ্টায় ২৮ লক্ষ কেজি আবর্জনা সাফ করে ইতিহাস মুম্বইকরদের

মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই প্রায় ২৮ লক্ষ কেজি আবর্জনা স্তুপাকৃতি করে ফেলে নজির গড়ে দিলেন মুম্বইকররা৷

The Biggest Beach Clean-Up In History Is Going On, Mumbaikars Have Picked Up 28 Lakh Kilos Of Trash
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 9, 2016 1:31 pm
  • Updated:August 9, 2016 1:31 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত শনিবার মুম্বইয়ের বাসিন্দারা ছুটি কাটাতে কিংবা  পোকেমনের সন্ধানে সমুদ্র তটে ঘুরছিলেন না আশ্চর্য ভাবে৷ বরং তাঁরা ব্যস্ত ছিলেন এক গুরুত্বপূর্ণ কাজে৷ সমুদ্রতটের আবর্জনা সাফাইয়ের কাজে হাত লাগিয়েছিলেন মুম্বইয়ের আম জনতা৷ আর তাঁদের এই উদ্যোগ দেখল সাফল্যের রং৷ মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই প্রায় ২৮ লক্ষ কেজি আবর্জনা স্তুপাকৃতি করে ফেলে নজির গড়ে দিলেন মুম্বইকররা৷

Coast Guard and 9 schools in mumbai organised a Clean Up drive at Juhu Beach on saturday Satish Malavade,Mumbai Mirror 15 Sep 2012

Advertisement

ইউনাইটেড নেশনসের পক্ষ থেকে “প্যাট্রন অফ দ্য ওসান” নামক এক পরিকল্পনা গ্রহণ করেছে৷ সমুদ্রতট আবর্জনামুক্ত রাখার এই প্রচেষ্টাতেই অংশগ্রহণ করেছিলেন মুম্বইয়ের বাসিন্দারা৷ মুম্বইয়ের ভরসোভা বিচ সাফাইয়ের কাজে আম জনতার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে অংশগ্রহণ করেছিলেন বহু মানুষ৷ আন্ধেরি বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা, উইসলিং উডস ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউটের ছাত্র-ছাত্রীরা এবং কোলি সমাজের সদস্যরা অংশগ্রহণ করেছিলেন এই কাজে৷

Advertisement

13935140_10154462357135712_8489863178538312059_n

গত ৬ এবং ৭ আগস্ট ইউনাইটেড নেশনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সাফাইয়ের কাজ চালিয়েছেন মুম্বইয়ের নাগরিকরা৷ আর এতেই বড় ধরনের সাফল্য মিলল পরিবেশকে পরিচ্ছন্ন রাখার কর্মযজ্ঞে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ