Advertisement
Advertisement

Breaking News

ভারতীয় সেনার কথা আগে ভাবুন, পাক শিল্পী নয়: অক্ষয় কুমার

অভিনেতা এই বক্তব্যই এখন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভাইরাল৷

Think about Army, not about ban on artistes: Akshay Kumar
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 7, 2016 4:20 pm
  • Updated:October 27, 2020 8:12 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “এই সময়টা ভারতে পাকিস্তানের শিল্পীদের কাজ করা বা না করা নিয়ে আলোচনা করার সময় নয়৷ এখন ভারতীয় সেনাবাহিনীর কথা ভাবা উচিত৷” এই বার্তার মধ্যে দিয়েই অভিনেতা অক্ষয় কুমার সাম্প্রতিক সময়ে ভারতে পাক শিল্পীদের কাজ করার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন৷

একটি ভিডিওয়ে অভিনেতা জানিয়েছেন, “আমি একজন অভিনেতা হিসাবে কথাগুলো বলছি না৷ আমি এই কথাগুলো বলছি একজন ভারতীয় সেনার ছেলে হিসাবে৷ গত কয়েকদিন ধরে দেখছি, কিছু লোকজন ভারত-পাক সম্পর্ক নিয়ে নানা ধরনের বক্তব্য রাখছেন৷ সার্জিক্যাল স্ট্রাইকের সত্যতা নিয়ে প্রশ্ন তুলছেন৷ আমার মতে, পরবর্তীকালে এই বিষয়গুলো নিয়ে কথা বলার অনেক সময় পাওয়া যাবে৷” এই বলেই থেমে যাননি বলিউডের ‘রুস্তম’৷ রীতিমতো রাগের বশে বলেছেন, “কিছু তো লজ্জা করুন৷ ইতিমধ্যে ১৯ জন ভারতীয় জওয়ান সীমান্তে নিজেদের জীবন বলিদান দিয়েছেন৷ ২৪ বছরের জওয়ান নীতিন যাদব বারামুল্লায় প্রাণ হারালেন৷ এই অবস্থায় দাঁড়িয়ে ভারতে পাক শিল্পীদের কাজ করার বিষয়ে আলোচনা না করে জওয়ানদের পরিবারের কথা ভাবুন৷ তাঁরা আগামী দিনে কেমনভাবে থাকবেন সেই কথা ভাবুন৷ ওনারা ভাল থাকলে তবেই আমরা ভাল থাকব৷ কারণ ওনাদের পরিজনদের জন্যই আজ আমরা শান্তিতে রয়েছি৷”

Advertisement

অভিনেতা এই বক্তব্যই এখন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভাইরাল৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ