Advertisement
Advertisement

রান্নার গুণে তাক লাগাচ্ছে ছ’বছরের খুদে শেফ

নিহাল রাজই এখন অনলাইনে সবথেকে জনপ্রিয় শেফ৷

This six-year-old from Kochi is the most adorable Indian chef in web
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 6, 2016 4:09 pm
  • Updated:July 6, 2016 4:38 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওভেনে একটা ভারী সসপ্যান সে বসাতে পারবে কি না তা নিয়ে সন্দেহ হয়, অথচ সেই নাকি দেশের ‘সেলিব্রেটেড’ খুদে শেফ৷ মোটে ছ’বছর বয়সেই তার রান্নার হাত চমকে দিয়েছে অনেককে৷ আর অনলাইনে প্রকাশিত তার রান্নার ভিডিওর জনপ্রিয়তা যে কোনও কুকারি শো-র টিআরপিকেও হার মানাবে৷ খুদে নিহাল রাজই এখন অনলাইনে সবথেকে জনপ্রিয় শেফ৷

কিচা ডাকনামেই জনপ্রিয় কোচির ছেলে নিহাল৷ শেফের কাজ যখন সে শুরু করেছিল তখন তার মোটে পাঁচ বছর বয়স৷ কিন্তু তখন থেকেই রান্নার খেল দেখিয়ে চলেছে সে৷ কখনও ম্যাঙ্গো আইসক্রিম তো কখনও নারকেলের পায়েস, কখনও আবার হরেক কুকিজ বানিয়ে তাক লাগিয়েছে৷ ইউটিউবে তার রান্নার চ্যানেল ‘কিচাটিউব’ নামেই বিখ্যাত৷ সবথেকে অবাক করার বিষয়, যে বয়সে সবকিছু ফেলে ছড়ানোই দস্তুর, সেই বয়সে অসামান্য দক্ষতায় গুছিয়ে খাবার তৈরি করতে পারে সে৷ তার চ্যানেলের জনপ্রিয়তা এতখানিই যে, এক নামকরা এজেন্সি তার রান্নার শো-র জন্য মোটা অঙ্কের অর্থের চুক্তি করেছে নিহালের সঙ্গে৷

Advertisement

অল্পবয়সে নানা সৃজনশীল কাজ করে তাক লাগিয়ে দেয় অনেক বাচ্চাই৷ তবে রান্নাকে যেন ধর্তব্যের মধ্যেই ধরা হয় না৷ রান্নার মধ্যেও যে সৃজনশীলতা থাকতে পারে এবং তাও যে দক্ষতার সঙ্গে বাচ্চারাও করতে পারে, এমন ভাবনা আমাদের দেশে সচরাচর দেখা যায় না৷ বাচ্চাদের তাই গান-নাচ-আঁকা বা খেলাধূলাতেই দড় হতে দেখা যায়৷ এমনকী বড়দের দুনিয়াতেও রান্নাকে পেশা হিসেবে বেছে নেন খুব কম জনই৷ সেখানে দাঁড়িয়ে ছ’বছরের নিহালের এই অধ্যবসায় নিঃসন্দেহে প্রশংসার৷ তার প্রতিভা আর ইচ্ছে তাকে যে ভবিষ্যতে রান্নার দুনিয়ায় নক্ষত্র করে তুলবে তার হাতের কাজ দেখে স্বচ্ছন্দেই এমনটা অনুমান করা যায়৷

Advertisement

দেখুন নিহালের রান্নার ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ