BREAKING NEWS

২০ জ্যৈষ্ঠ  ১৪৩০  রবিবার ৪ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

কোর্টগুলো কি বন্ধ হয়ে যাবে, কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

Published by: Sangbad Pratidin Digital |    Posted: August 12, 2016 3:16 pm|    Updated: August 12, 2016 3:51 pm

TS Thakur accused government of

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোর্টে বিচারপতি নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের  ভর্ৎসনার মুখে পড়ল কেন্দ্র৷ বিচারপতি নিয়োগে কেন কেন্দ্র সরকার সঠিক পদক্ষেপ নিচ্ছে না সে প্রশ্ন তোলেন দেশের প্রবীণতম বিচারপতি টি এস ঠাকুর৷ সেই সঙ্গে তাঁর বক্তব্য, কেন্দ্র যেন সর্বোচ্চ আদালতকে এ ব্যাপারে আইন পাশ করতে বাধ্য না করে৷

বিচারপতি নিয়োগ নিয়ে দেশের বিচারব্যবস্থার অন্দরে দীর্ঘদিনের অসন্তোষ৷ এর আগেও প্রধান বিচারপতি টি এস ঠাকুর প্রধানমন্ত্রীর সামনে এই সমস্যা তুলে ধরেছিলেন৷ এর জেরে দেশের সাধারণ মানুষের কাছে সঠিক বিচার পৌঁছে দেওয়া যাচ্ছে না বলে রীতিমতো কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি৷ কেননা বিচারপতির সংখ্যা কম থাকায় বহু ফাইল আটকে পড়ে আছে, বহু কেসের সমাধা করা যাচ্ছিল না বলে জানিয়েছিলেন তিনি৷ কিন্তু তারপর বেশ কয়েকমাস কাটলেও পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি৷ ক্ষুব্ধ বিচারপতি এবার বিনয় ছেড়ে রীতিমতো ভর্ৎসনা করল কেন্দ্রকে৷ বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রের গাফিলতির দিকে আঙুল তুলে তাঁর প্রশ্ন, এবার কি কোর্টগুলো বন্ধ করে দেওয়া হবে? কোথায় কেন বিচারপতি নিয়োগের ফাইল আটকে আছে, তা নিয়ে রীতিমতো কেন্দ্রের জবাবদিহি চান তিনি৷ সম্প্রতি বিচারপতি নিয়োগ নিয়ে এক পিটিশনের জবাবে বিচারপতিদের বদলি কেন থমকে আছে, কোন কোন বিচারপতির ক্ষেত্রে কী সমস্যা হচ্ছে, তাও কেন্দ্রর কাছে বিশদে জানতে চাওয়া হল৷

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে