Advertisement
Advertisement

Breaking News

উরি সেক্টরে সেনার গুলিতে খতম ২ জঙ্গি

জঙ্গি হানায় এক আধাসেনা শহিদ হয়েছেন বলে সংবাদসংস্থা সূত্রে খবর৷

Two terrorists killed by Army in Uri Sector along Line of Control while attempting to infiltrate
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 15, 2016 1:08 pm
  • Updated:August 15, 2016 2:37 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরের উরি সেক্টরে জঙ্গি অনুপ্রবেশ রুখল সেনা। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিল জঙ্গিরা৷ সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে নিহত হয় দুই জঙ্গি। আরও জঙ্গি আশেপাশের এলাকায় লুকিয়ে রয়েছে কি না, খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে সেনা-পুলিশ যৌথবাহিনী৷

অন্যদিকে, শ্রীনগরে সিআরপিএফ ক্যাম্পে জঙ্গি হানায় এক আধাসেনা শহিদ হয়েছেন বলে সংবাদসংস্থা সূত্রে খবর৷ শ্রীনগরের নওহাট্টায় ৩ জঙ্গি আধাসামরিক বাহিনীর জওয়ানদের উপর গুলিবর্ষণ শুরু করে। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, হামলায় আহতের সংখ্যা বেড়ে হয়েছে ৯। সূত্রের খবর, স্থানীয় এক মসজিদের সামনে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেন জওয়ানরাও। সেনা-জঙ্গি প্রবল গুলির লড়াইয়ে সাত জওয়ান ও দুই পুলিশকর্মী আহত হন।

Advertisement

এদিন স্বাধীনতা দিবস উপলক্ষে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি রাজ্যবাসীকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন৷

Advertisement

স্বাধীনতা দিবসের সকালে নাশকতার চেষ্টা হয় অসম ও মণিপুরেও। অসমের তিনসুকিয়া জেলায় পরপর চারটি বিস্ফোরণ ঘটে। মণিপুরে দুটি মাঝারি তীব্রতার বিস্ফোরণ হয়েছে এদিন৷ বিস্ফোরণে কেউ আহত হননি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ