Advertisement
Advertisement

Breaking News

কাশ্মীর থেকে পর্যবেক্ষক তুলে নিল রাষ্ট্রসংঘ

কাশ্মীরের অগ্নিগর্ভ পরিবেশকে ‘স্বাধীনতা আন্দোলন’ বলে উল্লেখ করলেন নওয়াজ শরিফ৷

UN to no longer monitor situation in Kashmir
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 4, 2016 12:06 pm
  • Updated:August 4, 2016 12:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীর নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত নিল রাষ্ট্রসংঘ৷ রাষ্ট্রসংঘ জানিয়েছে, কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর সামরিক পর্যবেক্ষক ফিরিয়ে নিচ্ছে তারা৷ অর্থাত্‍ নিয়ন্ত্রণরেখায় পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য রাষ্ট্রসংঘ নিযুক্ত কোনও সেনাবাহিনী বা সামরিক পর্যবেক্ষক থাকবে না৷ এই সিদ্ধান্ত পাকিস্তানের পক্ষে হতাশার কারণ হতে চলেছে বলে কূটনৈতিক মহল মনে করছেন৷ কারণ, পাকিস্তান বরাবরই কাশ্মীর ইস্যুতে রাষ্ট্রসংঘের ও আন্তর্জাতিক হস্তক্ষেপ চেয়ে এসেছে৷ রাষ্ট্রসংঘ জানিয়েছে, নিয়ন্ত্রণরেখার বাইরে কাজ করার নির্দেশ নেই তাদের সেনাবাহিনীর৷ ফলে তারা সামরিক পর্যবেক্ষক তুলে মিচ্ছে৷ রাষ্ট্রসংঘের প্রধান বান কি মুনের মুখপাত্র স্টেফানি দুজারিক মঙ্গলবার এক বিবৃতিতে একথা জানান৷

অন্যদিকে, অশান্ত কাশ্মীরে ফের মেয়াদ বাড়ানো হল কারফিউয়ের৷ বুধবার সকালে হাসপাতাল সংলগ্ন এলাকায় রিয়াজ আহমেদ নামে এক যুবকের পেলেট-বিদ্ধ যুবকের মৃতদেহ মেলায় উপত্যকার বিক্ষিপ্ত অংশজুড়ে বিক্ষোভ শুরু হয়৷ তার ফলস্বরূপ কারফিউয়ের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত৷ ফলে চলতি হিংসায় কাশ্মীরে নিহতের সংখ্যা দাঁড়াল ৫১৷ কাশ্মীরের এই অগ্নিগর্ভ পরিবেশকে আবার ‘স্বাধীনতা আন্দোলনের নতুন স্রোত’ হিসাবে উল্লেখ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ৷ শুধু তাই, কাশ্মীর যে ভারতের অভ্যন্তরীণ বিষয় নয়– বিশ্বের রাষ্ট্রনেতাদের এ বিষয়ে আওয়াজ তোলার আবেদন জানিয়েছেন তিনি৷ বুধবার এসএমএইচএস হাসপাতালের বাইরে পড়ে থাকা রিয়াজ আহমেদের দেহ পাওয়া যায়৷ তাঁর তলপেটে একটি বড় গর্ত ছিল৷ স্থানীয় পুলিশের দাবি, রিয়াজ ঠিক কীভাবে নিহত হয়েছে তা পরিষ্কার না হলেও, এক্স-রে পরীক্ষায় তাঁর শরীরে পেলেটের অস্তিত্ব মিলেছে৷ তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ কিছুদিন পরে রিপোর্ট আসবে৷ রিয়াজের মৃত্যুতে ফের অশান্ত হয়ে ওঠে উপত্যকা৷ তাই আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য বাতামালু, শহিদগঞ্জ, সউড়া, জাদিবাল, কামারওয়াড়ি ও বেমিনা অঞ্চলে ফের কারফিউ জারি হয়৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ