Advertisement
Advertisement

সার্জিক্যাল স্ট্রাইকে ভারতের পাশে আমেরিকা

চলতি বছরই এনএসজি-র অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা ভারতের৷

US supports Surgical Strikes of India, says Uri as 'Cross-Border Terror'
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 13, 2016 12:13 pm
  • Updated:October 13, 2016 12:13 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উরিতে জঙ্গি হামলার পাল্টা দিয়েছে ভারত৷ নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক জঙ্গিদের লঞ্চপ্যাড ধূলিসাৎ করে দিয়েছিল ভারতীয় সেনা৷ ভারতের সার্জিক্যাল স্ট্রাইককে সমর্থন জানিয়ে পাকিস্তানকে একহাত নিল আমেরিকা৷ উরি হামলাকে সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদের আখ্যা দিয়েছে হোয়াইট হাউস৷ আত্মরক্ষার স্বার্থে সঠিক সিদ্ধান্ত নিয়েছে ভারত, এমনটাই মত আমেরিকার৷ এমনকী দুই দেশের উত্তপ্ত পরিস্থিতি ঠান্ডা করতে পাকিস্তান কোনও পদক্ষেপ নেয়নি বলেও জানানো হয়৷ হোয়াইট হাউসের এমন মন্তব্যে ফের কোণঠাসা পাকিস্তান৷

হোয়াইট হাউসের তরফে বলা হয়, এমন পরিস্থিতিতে ভারতের জায়গায় অন্য কোনও দেশও হয়তো সার্জিক্যাল স্ট্রাইকের মতোই সিদ্ধান্ত নিত৷ চলতি বছরই ভারতকে এনএসজি-র অন্তর্ভুক্ত করার সবরকম প্রয়াস করা হবে বলে জানিয়ে দিল মার্কিন মুলুক৷

Advertisement

হোয়াইট হাউসের দক্ষিণ এশিয়ার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি পিটার ল্যাভয় বলেন, “উরি হামলাকে সীমান্ত টপকে সন্ত্রাসবাদ (ক্রস-বর্ডার টেরর) ছাড়া আর কিছুই বলা চলে না৷ আমরা এই হামলাকে ধিক্কার জানাই৷ প্রত্যেক দেশেরই আত্মরক্ষার অধিকার রয়েছে৷ তাই ভারতের এমন পদক্ষেপকে আমরা সমর্থন জানাই৷ কিন্তু দুই দেশের মধ্যে তিনবার যুদ্ধ হয়ে গিয়েছে৷ তাই ফের যু্দ্ধের পরিস্থিতি তৈরির আগে দুই দেশেরই সতর্ক হওয়া উচিত৷ এ ধরনের জঙ্গি হামলা রুখতে আমরা ভবিষ্যতে ভারতের পাশে দাঁড়াব৷”

Advertisement

গত সপ্তাহেই দুই পাক রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ল্যাভয়৷ আফগানিস্তানের শান্তি চাওয়া হলে আগে কাশ্মীর সমস্যার সমাধান করতে হবে৷ সেখানে এমনটাই দাবি তুলেছিল পাকিস্তান৷ অর্থাৎ পাক কূটনীতিবিদরা জানিয়েছিলেন, আফগানিস্তানে নাশকতার পিছনে দায়ী তালিবান ও হক্কানি নেটওয়ার্ককে পাকিস্তান তখনই নিয়ন্ত্রণ করবে যদি কাশ্মীরে ‘তৃতীয় পক্ষ’ হিসাবে আমেরিকা হস্তক্ষেপ করে এবং পাকিস্তানের দাবি মতো ভারতের বিরুদ্ধে ‘পদক্ষেপ’ নেয়৷ কিন্তু ইসলামাবাদের পাশে যে আমেরিকা দাঁড়াচ্ছে না, তা ল্যাভয়ের মন্তব্যে অনেকটাই স্পষ্ট হয়ে গেল৷ কারণ আফগানিস্তান ইস্যুর সঙ্গে কাশ্মীর সমস্যার কোনও যোগ নেই বলে মনে করছেন ল্যাভয়৷ এ বছরই নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপে ভারতকে অন্তর্ভুক্ত করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ