Advertisement
Advertisement

জেলে আত্মহত্যার চেষ্টা নির্ভয়ার ধর্ষকের

মৃত্যুদণ্ড প্রাপ্ত বিনয় শর্মা কয়েকদিন আগেই তিহার জেলের কয়েদিদের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ এনেছিল৷

Vinay Sharma, convicted for Nirbhaya case attempts suicide in Tihar jail
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 25, 2016 11:19 am
  • Updated:August 25, 2016 11:19 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেলের ভিতরে আত্মহত্যা করার চেষ্টা করল নির্ভয়া-কাণ্ডে সাজাপ্রাপ্ত আসামী বিনয় শর্মা৷ ২০১২ সালের দিল্লির তরুণীকে নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করার অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল বিনয়কে৷ তিহার জেল সূত্রে খবর, গলায় তোয়ালে জড়িয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল নির্ভয়ার ধর্ষক৷ তার আগে নাকি ঘুমের ওষুধও খেয়েছিল৷

২০১২ সালের ডিসেম্বর মাসে এক বন্ধুর সঙ্গে বাসে করে বাড়ি ফিরছিলেন ২৩ বছরের তরুণ ফিজিওথেরাপিস্ট৷ মর্মান্তিকভাবে তাঁকে ধর্ষণ করে এবং তাঁর বন্ধুকে মারধর করে রাস্তায় ফেলে দেওয়া হয়৷ ঘটনার ১৩ দিনের মাথায় মৃত্যু হয় তরুণীর৷ প্রতিবাদে সরব হয় গোটা দেশ৷

Advertisement

ছয় জন দোষী সাব্যস্ত হয়েছিল নির্ভয়ার ধর্ষণ কাণ্ডে৷ বিনয় শর্মা সহ বাকি তিনজন মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল৷ তবে ২০১৩ সালের মার্চ মাসে তিহার জেলেই আত্মহত্যা করেছে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত কয়েদি রাম সিং৷ সাজাপ্রাপ্ত নাবালক তিন বছর জুভেনাইল হোমে কাটিয়ে গত বছরই মুক্তি পেয়ে গিয়েছে৷

পড়াশোনার পাশাপাশি জিম ইন্সট্রাক্টর হিসেবে কাজ করত বিনয়৷ কয়েক দিন আগেই জেলের বন্দিদের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ জানিয়েছিল সে৷ সুরক্ষার জন্য বাড়তি নিরপত্তাও চেয়েছিল৷আপাতত হাসপাতালে চিকিৎসাধীন বিনয়৷ তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement