Advertisement
Advertisement

Breaking News

কাশ্মীরে ফের নাশকতার হুমকি লস্কর প্রধান হাফিজের

কাশ্মীরে নাশকতা ও হিংসাত্মক ঘটনা আরও বাড়বে বলে হুমকি দিল পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার প্রধান হাফিজ সঈদ৷

Violence in Kashmir will escalate, warns LeT terrorist Hafiz Saeed
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 15, 2016 11:44 am
  • Updated:July 15, 2016 11:44 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরে নাশকতা ও হিংসাত্মক ঘটনা আরও বাড়বে বলে হুমকি দিল পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার প্রধান হাফিজ সঈদ৷ হাফিজের বক্তব্য, “দীর্ঘ দিনের বকেয়া কাশ্মীর সমস্যা মেটাতে ওয়াশিংটনকে অবিলম্বে হস্তক্ষেপ করতে হবে৷ নওয়াজ শরিফ সরকার যদি এ ব্যাপারে আমেরিকাকে বোঝাতে না পারে তা হলে আমরা পাকিস্তান জুড়ে বিক্ষোভ জানাব৷ সেক্ষেত্রে আমেরিকারে সঙ্গে সম্পর্ক ছিন্ন করুক পাকিস্তান সরকার৷”

অন্যদিকে সীমান্ত পারের দুই জঙ্গির রেডিও কথোপকথন ‘ডিকোড’ করে দিল্লির গোয়েন্দা জানতে পেরেছেন যে, কাশ্মীরে ফের বড় ধরনের জঙ্গি হামলার ছক কষছে হিজবুল মুজাহিদিন এবং পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা৷ ২০০৮ সালে মুম্বই হামলার প্রেক্ষিতে আমেরিকা হাফিজ সঈদের মাথার জন্য এক কোটি ডলার ঘোষণা করেছে৷ ২০১৫-য় পাকিস্তানও লস্করকে নিষিদ্ধ সংগঠন বলে ঘোষণা করেছে৷ ভারতের তরফেও একাধিকবার হাফিজকে গ্রেফতারের দাবি জানানো হয়েছে৷ কিন্তু গ্রেফতার করা তো দূর অস্ত, হাফিজ নিরাপদেই পাকিস্তানে ঘুরে বেড়াচ্ছে৷ এমনকী, প্ররোচনামূলক বক্তৃতাও দিয়ে চলেছে৷ এদিকে কাশ্মীরে যখন ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে তখন আইবি বা গোয়েন্দা বিভাগ এক সতর্কবার্তায় জানিয়েছে, ভূস্বর্গে বড়সড় জঙ্গি হামলার ছক কষছে হিজবুল মুজাহিদিন ও লস্কর-ই-তৈবা৷

Advertisement

হিজবুল নেতা বুরহান ওয়ানির মৃত্যুর ছয়দিন পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে কাশ্মীরে৷ বৃহস্পতিবার নতুন করে কোথাও কোনও অশান্তির খবর মেলেনি৷ যদিও গোটা রাজ্যেই একটা চাপা উত্তেজনা রয়েছে৷ ভূস্বর্গে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৬৷ কাশ্মীরে নজরদারির কাজে দক্ষতা বাড়াতে ড্রোন ব্যবহার করার পরিকল্পনা করছে রাজ্য পুলিশ৷ রাজধানী শ্রীনগরের গুরুত্বপূর্ণ এলাকা লালচকে এদিন নজরদারির কাজে চালকহীন দূর নিয়ন্ত্রিত ড্রোন ব্যবহার করা হয়৷ পুলওয়ামা জেলায় শুক্রবারও কারফিউ জারি করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ