Advertisement
Advertisement

রাজ্য মেডিক্যাল জয়েন্টে প্রথম সল্টলেকের চন্দ্রচূড় মণ্ডল

মেয়েদের মধ্যে প্রথম হুগলির অক্সিলিয়াম কনভেন্ট স্কুলের তিয়াসা পাল৷

WBJEE medical entrance results announced, merit list of 12,183 published
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 25, 2016 3:36 pm
  • Updated:August 25, 2016 3:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার প্রকাশিত হল রাজ্য মেডিক্যাল জয়েন্টের ফলাফল। রাজ্যের মধ্যে প্রথম স্থানাধিকারী সল্টলেকের চন্দ্রচূড় মণ্ডল। চন্দ্রচূড় অরবিন্দ ইনস্টিটিউট অফ এডুকেশনের ছাত্র। দ্বিতীয় স্থানাধিকারী হুগলির হিন্দমোটরের পার্লস অফ গড স্কুলের ছাত্র অনুরূপ মুখোপাধ্যায়। মেয়েদের মধ্যে প্রথম হুগলির অক্সিলিয়াম কনভেন্ট স্কুলের তিয়াসা পাল৷

এবছর রাজ্য মেডিক্যাল জয়েন্টে বসেন ৫৪ হাজার ৮৮৯ জন পরীক্ষার্থী। যাঁদের মধ্যে মেধা তালিকায় স্থান পেয়েছেন ১২ হাজার ১৮৩ জন। যাঁদের মধ্যে ৭৬৭২ জন ছাত্র ও ৪৫১১ জন ছাত্রী৷ এদিন দুপুরে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়। ফল জানা যাচ্ছে বিভিন্ন ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটগুলি হল–

Advertisement

i. www.exametc.com
ii. www.examresults.net
iii. www.indiaresults.com
iv. www.westbengaleducation.net
v. www.results.westbengaleducation.net

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড সূত্রে খবর, আগামী ২৮ আগস্ট থেকে কাউন্সেলিং শুরু হবে, চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত৷ শুক্রবার www.wbjee.nic.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে র‍্যাঙ্ক কার্ড।

এবছর মেডিক্যাল জয়েন্টের প্রথম ১০ স্থানাধিকারীর তালিকা দেওয়া হল-

১. চন্দ্রচূড় মন্ডল, শ্রী অরবিন্দ ইন্সটিটিউট অফ এডুকেশন, সল্টলেক।

২. অনুরূপ মুখোপাধ্যায়, পার্লস অফ গড, হুগলি।

৩. সপ্তর্ষি ঘোষ, ক্যালকাটা বয়েজ স্কুল, কলকাতা।

৪. দ্বৈপায়ন চট্টোপাধ্যায়, ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাই স্কুল, কলকাতা।

৫. সৌম্যদীপ রায়, রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, নরেন্দ্রপুর, কলকাতা।

৬. অনির্বাণ দেব, ভবনস জি ভি বিদ্যামন্দির, কলকাতা।

৭. তিয়াসা পাল, অক্সিলিয়াম কনভেন্ট স্কুল, হুগলি।

৮. স্বর্ণাভ নন্দী, বালুরঘাট হাই স্কুল, দক্ষিণ দিনাজপুর।

৯. সৈকত সাউ, রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন, পশ্চিম মেদিনীপুর।

১০. অরিৎ ভট্টাচার্য, রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল, উত্তর ২৪ পরগনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement