Advertisement
Advertisement

শহরের রাস্তায় ‘সুর সুর ই’ আসলে কী?

সকলেরই জিজ্ঞাসা, কীসের এই ক্যাম্পেন?

What does the teaser campaign 'Sur-Sur-i' indicate?
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 13, 2016 3:41 pm
  • Updated:July 13, 2016 4:15 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাজরা হোক বা হেদুয়া, পার্ক সার্কাস থেকে বাইপাস- বেশ কয়েকদিন শহর জুড়ে ঘোরাঘুরি ‘সুর সুর ই’র৷ শহরবাসীর কৌতূহলে তা যথেষ্ট সুড়সুড়িও দিয়েছে৷ আর তাই বাসে-ট্রামে-মেট্রোয় তুঙ্গে জল্পনা৷ সকলেরই জিজ্ঞাসা, কীসের এই ক্যাম্পেন? উত্তরে নানা মুনির নানা মত৷

তা কী এই ‘সুর সুর ই’? এ প্রশ্নই রাখা হয়েছিল শহরের বিভিন্ন প্রান্তের কয়েকজন মানুষের কাছে৷ কান পাততেই পাওয়া গেল চমকপ্রদ সব উত্তর৷ যেমন কেউ কেউ বলছেন, এ আসলে কোনও মিউজিক ফেস্টিভ্যালের আগাম প্রচার৷ সুরের অনুষঙ্গে সহজেই এ সমাধানে পৌঁছেছেন তাঁরা৷ কেউবা আবার বলছেন, কোনও অ্যালবামের প্রচার চলছে এইভাবে৷ কিন্তু অ্যালবাম বা মিউজিক্যাল অনুষ্ঠানের যে ধরনের প্রচার দেখতে অভ্যস্ত শহরবাসী, এই প্রচার ধারে-ভারে তা ছাপিয়ে যাচ্ছে৷ তাই একটু হটকে কারও কারও মত, এ আসলে কোনও রিয়ালিটি শো-এর প্রচার৷

Advertisement

তবে এইসব জল্পনা ছেড়ে একেবারে রিয়ালিটিতেও নেমে এসেছেন কেউ কেউ৷ যাঁরা একটু খোঁজখবর রাখেন তাঁদের বক্তব্য, এ আসলে এক রিয়াল এস্টেটের টিজার ক্যাম্পেন৷ শহর বা শহরতলিতে কোনও এক আবাসন তৈরি হচ্ছে, যেখানে থাকছে সুরেলা অনুষঙ্গ৷ তাঁরা জানাচ্ছেন, সেখানে বাড়িগুলি হবে সাত সুরের নামে অর্থাৎ সরগম মেনে৷ বাড়ির সামনে বসার জায়গাটা হয়ত বা হল বাঁয়া-তবলা৷ কিংবা ব্যালকনিটা পিয়ানোর মতো দেখতে৷ এতটাই প্রত্যয়ের সঙ্গে এ কথা তাঁরা বলছেন যে, এই মত অনেকে বিশ্বাসও করছেন৷ কিন্তু কী করে এসব জানতে পারলেন তাঁরা? মুখ হাসি টেনে উত্তর আসছে, সবুর করুন৷

Advertisement

ইতিমধ্যেই শহরের নানা জায়গা থেকে সরেছে এই টিজার বিজ্ঞাপন৷ অর্থাৎ টিজার ব্রেকের সময় হয়ত এসে গিয়েছে৷ তবে এই ক’টাদিন টিজার নিয়ে জল্পনা-কল্পনায় মশগুল থাকল শহরবাসী৷ গতবছর দুর্গাপুজোর আগে ‘এত বড়, সত্যি!’ টিজার রীতিমতো হইচই ফেলেছিল৷ তার আগে একই রকম সাড়া ফেলেছিল আর একটি টিজার- ‘আমার তো সেটিং হয়ে গিয়েছে আর আপনার?’৷ বিজ্ঞাপনে মুখ ঢাকা শহরে  নতুন কোনও বুদ্ধিদীপ্ত টিজার এলেই অনুমান মেলানোর মজার খেলায় মাতেন শহরবাসী৷ এবারের ছবিটাও একইরকম৷ তবে কার অনুমান অভ্রান্ত, সে উত্তর তো মিলবে আর ক’দিন পরেই৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ