Advertisement
Advertisement

Breaking News

সাতে নেমে প্রথম টেস্ট সেঞ্চুরি বাংলার ঋদ্ধির

চলতি সিরিজে দ্বিতীয় সেঞ্চুরি করে ফেললেন অশ্বিন৷ সবমিলিয়ে তিনটি টেস্ট শতরান হয়ে গেল ভারতীয় অল-রাউন্ডারের৷

wriddhiman and ashwin hits century in 3rd test against west indies
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 11, 2016 9:30 am
  • Updated:September 13, 2023 6:43 pm

ভারত – ৩৫৩

ওয়েস্ট ইন্ডিজ – ১০৭/১

Advertisement

দ্বিতীয় দিনের খেলা শেষ

Advertisement

স্টাফ রিপোর্টার: ডিএসএলআর ক্যামেরাখানা মহম্মদ সামি খুব স্পেশাল মোমেন্ট এলে বের করেন৷ সেন্ট লুসিয়াতে সেই ক্যামেরাটি সামির ঝুলি থেকে বেরোল৷ নির্ধারিত সময়ের অনেক আগেই৷ তবে তাঁকে কিছুক্ষণ অপেক্ষাও করতে হল৷ ঋদ্ধিমান সাহা একটু বেশিই সাবধানী ছিলেন বলে৷

ঋদ্ধিমানের ব্যাট তখন সেন্ট লুসিয়ার আলোয় চকমক করছে৷ হেলমেট খুলে বাংলার ‘পাপালি’ আকাশের দিকে তাকাতেই সামির ক্যামেরা ঝলসে উঠল৷ অধিনায়ক বিরাট কোহলিও ততক্ষণে উঠে দাঁড়িয়েছেন৷ হাততালি দিয়ে বোঝালেন, ঋদ্ধির উপর ভরসা করার সিদ্ধান্ত ভুল ছিল না৷ চতুর্থ বাঙালি হিসাবে আন্তর্জাতিক টেস্ট ম্যাচে সেঞ্চুরি করলেন ঋদ্ধি৷ স্পেশাল মোমেন্ট বন্দি হল সামির লেন্সে৷

ashwin

রাতের দিকে হলেও বাংলা ক্রিকেটমহল সেই স্পেশাল মোমেন্ট মিস করল না৷ টিভিতে ঋদ্ধির অনবদ্য ১০৪ রানের ইনিংস দেখার পর একসময়ের সতীর্থ মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার বক্তব্য, “অসাধারণ, দুর্দান্ত৷ মুম্বই, বেঙ্গালুরুতে সেঞ্চুরি না করে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে করল৷ ওর থেকে ভারতীয় ক্রিকেটের আরও অনেক কিছু পাওয়া বাকি রয়েছে৷” পরিসংখ্যান বলছে, ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এই প্রথম ছয় ও সাত নম্বরে নামা দু’জন ব্যাটসম্যান একসঙ্গে একই টেস্ট ইনিংসে সেঞ্চুরি করলেন৷ সেন্ট লুসিয়ায় বিরাট-ম্যাজিক ছিল না৷ টপ-অর্ডারের ভারি নামের ব্যাটসম্যানরা ফ্লপ হওয়ার পর দায়িত্ব এসে পড়েছিল ঋদ্ধি ও অশ্বিনের উপর৷

চলতি সিরিজে দ্বিতীয় সেঞ্চুরি করে ফেললেন অশ্বিন৷ সবমিলিয়ে চারটে টেস্ট শতরান হয়ে গেল ভারতীয় অল-রাউন্ডারের৷ চারটে শতরানই এল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে৷ তৃতীয় টেস্ট প্রথম দিন টপ-অর্ডার যে করুন পরিস্থিতি তৈরি করেছিল, অশ্বিনের চওড়া ব্যাটে তার থেকেও মুক্তি পাওয়া গেল৷ ১১৮ রান করে কামিনসের বলে ডাউরিচের হাতে ক্যাচ তুলে প্যাভিলিয়ানে ফিরলেন তিনি৷ যে দল গত দুটি টেস্টে ডিক্লেয়ার করেছিল, বুধবার তাদের প্রথম ইনিংস গুটিয়ে গেল ৩৫৩ রানে৷ ব্যাট হাতে প্রথম ইনিংসটা ভালই শুরু করলেন ব্রেথওয়েটরা৷ দিনের শেষে এক উইকেট হারিয়ে ১০৭ রান করে দল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ